গত ৩০ বছরে 𒈔কম্পিউটার এবং আইটি সিস্টেম নাকি আপগ্রেড-ই করেনি AIIMS। আইটি-র দায়িত্বে থাকা প্রধান আধিকারিক আদতে চিকিত্সক। কর্মীদের দাবি, আইটি সম্পর্কে তাঁর বিশেষ ধারণাও(বা মাথাব্যাথা) ছিল না। দেশের চিকিত্সাব্যবস্থার প্রাণকেন্দ্রেরই এমন বেহাল দশা। এমনটাই জানাচ্ছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর পুরনো আধিকারিকরা। ফলে গত কয়েকদিন ধরে র্যানসমওয়্যারে নাস্তানুবুদ হওয়ার বিষয়টা খুব অস্বাভাবি🌳ক কিছু নয়।
সাইবার হানার জেরে ভিভিআইপি সহ AIIMS-এর প্রায় লক্ষাধিক রোগীর মেডিকেল রেকর্ড নিয়ে শুরু হয়েছে তুমুল দুশ্চিন্তা। আরও পড়ুন: SSC-র প্রকাশিত ‘অযোগ্যদের’ তালিকায় ছিল নাম, নিজেকে 𒆙শেষ করে দিলেন শিক্ষিকা
আক্রমণের আগ পর্যন্ত মেডিকেল রেকর্ডের জন্য পুরানো সিস্টেম এবং সফটওয়্যার, অনেক পুরনো ভার্সানের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হচ্ছিল। এই নিয়ে সেইভাবে মাথা ব্যাথা ছিল না, তাও কিন্তু নয়। আইটি সিস্টেম আপগ্রেড করার বিষয়ে একাধিকবার শীর্ষ কর্তৃপক্ষের কাছে অনেক কর্মী-আধিকারিক অনুরোধ করেছিলেন। কিন্তু এই বিষয়ে বিশেষ কর্ণপাত করেননি বড় কর্তারা, দাবি নাম 🌟প্রকাশে অনিচ্ছুক কর্মীদের।
এমনই এক কর্মী নাম গোপন রাখার শর্তে বললেন, 'অন্তত গত ৩০-৪০ বছর ধরে কোনও কম্প🎃িউটার এবং আইটি-র আপগ্রেডেশনই হয়নি। উইন্🐭ডোজের পুরানো ভার্সান এবং পুরনো সব কম্পিউটার দিয়েই কাজ চলছিল। এই বিষয়ে আমরা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছি। কিন্তু কোনও লাভই হয়নি। এতদিন পর্যন্ত কম্পিউটার এবং আইটি বিভাগের দায়িত্বে ছিলেন একজন চিকিত্সক। তাঁর আইটি সম্পর্কে কোনও জ্ঞানই নেই। ফলে স্বাভাবিকভাবেই একাধিক ত্রুটি ছিল।'
গত ২৩ নভেম্বর, AIIMS জানায়, র্যানসমওয়্যার আক্রমণের কবলে পড়েছে তারা। এর ফলে তাদের সমস্ত সার্ভার ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার নিয়ে টানা ১২ দিন ধরে এই সার্ভার সম্পূর্ণ ডাউন হয়ে আছে। হাসপাতালে কম্পিউটার কার্যত 'শো-পিসে' পরিণত হয়েছে। আপাত মান্ধাতা আমলের ফাইল সিস্টেমেই হাতে কলমে কাজ চালাচ্ছেন হাসপাতালের কর্মীরা। আরও পড়ুন: Shatarup Ghosh and Paheli 𒀰Saha wedding:সামনে এল সিপিআইএম যুবনেতা শতরূপ ও পহেলির বিয়ের সন্ধ্যার ছবি
হাসপাতালের কর্তাদের অবশ্য এখন হুঁশ ফিরেছে। অবশেষে হাসপাতাল এবং রোগীদের তথ্যের নিরাপত্তার জন্য নতুন সময়োপযোগী সাইবা⭕র নিরাপত্তা নীতি প্রণয়নের পরিকল্পনা করছেন তাঁরা।
হাসপাতালের কম্পিউটার এবং আইটি আপগ্রেডেশনের পরিকল্পনার জন্য ৩১ ডিসেম্বরের সময়সীমা স্থির করা হয়🌜েছে। এর মধ্যে আইটি ভেন্ডরদের কাছ দেখে আগ্রহ প্রকাশের আহ্বান জানানো হয়েᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚছে।