How to Play 𒆙Battlegrounds Mobile India on PC : সম্প্রতি শুরু হয়েছে PUBG൩-র Desi ভার্সানের ডাউনলোড। তবে আপাতত তা স্মার্টফোনেই সীমাবদ্ধ। PC ভার্সানের বিষয়ে এখনও কিছু জানায়নি প্রস্তুতকারক সংস্থা ক্রাফটন (Krafton) ।
এ কথা সত্যি যে কম্পিউট🍸ারে গেম খেলার মজাই আলাদা। তাছাড়া যতই মোবাইলে খেলুন, কম্পিউটারে মাউজ, কি-বোর্ডে খেলার অনেক সুবিধা রয়েছে।
কিন্তু যদি PC Verꦍsion রিলিজই না হয়ে থাকে, সেক্ষেত্রে কীভাবে খেলবেন? চিন্তা নেই, তারই টোটকা পাবেন এই প্রতিবেদনে।
এর জন্য আপ🎃নার প্রয়োজন কোনও অ্যান্ড্রয়েড এমুলেটর (Android Emulator) । অনেকেই জানেন অবশ্য এমুলেটরের বিষয়ে। কারণ এর আগে PUBG অনেকেই এই এমুলেটরের মাধ্যমে খেলতেন।
তবে একটা বিষয় মাথায় রাখবেন :
- অন্তত 2-4 GB RAM চাই। গ্রাফিক্স কার্ড থাকলে ভাল। নয় তো সম্পূর্ণ সুন্দর গ্রাফিক্স পাবেন না।
এবার জেনে নিন কয়েকটা অ্যান্ড্রয়েড এমুলেটরের অপশন :
১. Bluestacks- ব্লুস্ট্যাকস সবচেয়ে জনপ্রিয় অ্যান্ড্রয়েড এমুলেটর। Windows ও Mac দুটোর জন্যই রয়েছে এই এমুলেটর। এতে Andro🃏id 7.1 Nougat চলে।
২. LDPlayer- এটাও বেশ জনপ্রিয়। এতেও Android 7.1 Nougat চলে। 🌊ফলে Battlegrounds Mobile I🅘ndia খেলতে সমস্যা হবে না।
৩. NoxPlayer- নক্সপ্লেয়ার অ্যান্ড্রয়েড এ༺মুলেটরেও Android 7.1 Nougat চলে।
কীভাবে কম্পিউটারে Battlegrounds Mobile India খেলবেন? (How to Play Battlegrounds Mobile India on PC?)
১. প্রথমে যে কোনও অ্যান্ড্রয়েড এ𒊎মুলেটর তাদের অফিসিয়াল ওয়েবসাই𒁏ট থেকে কম্পিউটারে ডাউনলোড করুন। Google-এ সার্চ করলেই পাবেন।
২. ডাউনলোডের পর ইনস্টল করুন।
৩. লঞ্চ করন। সেখানে Google Play Store খুলুন।
৪. Google Play Store-এ 🐠Passwordꦓ এবং ID দিয়ে Log In করুন।
৫. সেখানে Battlegrounds Mobile India সার্চ করুন।
৬. গেম ডাউনলোড করুন।
৭. এরপর মোবাইলের মতো করেই গেম লঞ্চ করুন। অ্যাডিশনাল ফাইল ডাউনলোড করে নিন।
অবশ্য এমুলেটর ছাড়া আগের PUBG PC Lite খেলা🌜 যেতে পারে। PC ভার্সানটি এখনও বন্ধ করা হয়নি। অনেক𓂃েই খেলেন। Google-এ লিখে সার্চ করলেই মিলবে।