কর্মীদের মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার। টানা ১১ দিনের ছুটি ঘোষণা করল ই-কমার্স প্ল্যাটফর্ম Meesho। 'রিসেট এবং রিচার্জের জন্য বিরতি' ঘোষণা করেছে ই-কমার্স সংস্থা। তবে এই প্রথমবার নয়। গত বছরেও কর্মীদের মানসিক স্বাস্থ্যের 🌱স্বার্থে লম্বা ছুটি দিয়েছিল মিশো।
সংস্থার ওয়েবসাইটে পোস্ট করা একটি আপডেটে বলা হয়েছে যে, এই উদ্যোগের মাধ্যমে কর্মীদের কাজ থেকে কয়েকদিনের জন্য সম্পূর্ণ ছুটি দেওয়া হবে। সেই সঙ্গে আসন্ন উত্সবের মরসুমের বিপুল চাপের পরে মানসিক স্বাস্থ্যে কিছুটা নজর দিতে পারবেন কর্মীরা। আরও পড়ুন: নারীশক্তি: ৯ মাসের গর্ভবতী অবস্থꦺায় পরীক্ষা দিয়ে IPS অফিসার হলেন শাহনাজ
প্রতিষ্ঠাতা এবং CTO সঞ্জীব বার্নওয়াল টুইটারে এই ঘোষণা করেছেন। তিনি উল্লেখ করেন যে, কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্যই হল ভাল মানসিক স্বাস্থ্যের চাবিকাঠি। আর সেই উদ্দেশ্যেই টানা দ্বিতীয় ব♛ছর ১১ দিনের ছুটি ঘোষণা। ২২ অক্টোবর থেকে ১ নভেম্বর ছুটি পাবেন কর্মীরা।
সম্🐭প্রতি বম্বে শেভিং কোম্পানির সিইও অল্প বয়সে কর্মীদের দিনে ১৮ ঘণ্টা করে কাজ করার পরামর্শ দিয়েছিলেন। সেটি ঘিরে শুরু হয় তুমুল বিতর্ক। আর তারপরেই কর্মজীবন ও মানসিক শান্তির বিষয়টি তুলে ধরেছেন বহু স্টার্ট আপ উদ্যোক্তা ও কর্মীরা। ই-কমার্স স্টার্টআপ মিশো বরাবরই কর্মীদের মানসিক স্বাস্থ্য, ওয়ার্ক-লাইফ ভারসাম্যের বিষয়ে সচেতনতার পরিচয় দিয়েছে। আরও পড়ুন: Bangalore: ড্রেন দখলকারী IT সংস্থার বিল্⛎ডিং বুলডোজারে𝓡 গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ