মঙ্গলবার বান্দ্রা ক♐ুরলা কমপ্লেক্সে ভারতের প্রথম অ্যাপেল স্টোরের উদ্বোধন হয়। অ্যাপেলের ২০,০০০ স্কোয়ার ফিটের রিটেল স্টোরের উদ্বোধনে হাজির ছিলেন সংস্থার CEO টিম কুক।
মঙ্গলবার সকাল। অ্যাপেল স্টোরের বাইরে তখন লোকে লোকারণ্য। ভিড় জমিয়েছেন অ্যাপেল কর্মীরা। টিম কুক বাইরে অপেক্ষারত গ্রাহকদের উষ্ণ অভ্যর্থনা জানান। এই স্টোর লঞ্চের মাধ্যমে ভারতে অ্যাপলের ২৫ বছর পূর্তি উদযাপন করা হচ্ছে। সেই গ্র্যান্ড লঞ্চের ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। এই এতকিছুর মাঝেই নজর কেড়েছেন অ্যাপেলের এক অতি অনুগত গ্রাহক। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, ১৯৮৪ সালের ম্যাকিনটোশ কম্পিউটার নিয়ে অ্যাপেল বিকেসি স্টোরে হাজির হয়েছেন এক ব্যক্তি। টুইটারে সবার মনে ধরেছে সেই ছবি। আরও পড়ুন: মুম্বইতে খুলে গেল ভারতের প্রথম Apple Store, শুরুতেই পড়ে গেল ভিড়, দেখুন ছবি
ছবিতে ওই ব্যক্তি ও💧 তাঁর বন্ধুদের আনন্দ করতে ও 'ভিক্ট্রি' চিহ্ন♒ দেখাতে দেখা গিয়েছে। CNBC-TV18-কে দেওয়া সাক্ষাত্কারে ওই গ্রাহক বলেন, 'এই যাত্রাটা বেশ দীর্ঘ ছিল। অ্যাপল ভারতে তাদের স্টোর খোলায় আমি খুব খুশি।'
লাইনে থাকা অনেকের মধ্যে নজর কেড়েছেন আরও এক অ্যাপেলপ্রেমী। ২৩ বছর বয়সী আন শাহ শুধুমাত্র এই অ্যাপেল স্টোর লঞ্চ উপলক্ষ্যে গুজরাটের আহমেদাবাদ থেকে মুম্বইয়ে এসে হাজির হন। রয়টার্ꦑসকে তিনি বলেন, ‘এখানকার পরিবেশটাই একেবারে আলাদা। একেবারেই কোনও সাধারণ দোকা🌜ন থেকে কেনার মতো নয়। এর কোনও তুলনা হয় না। খুবই রোমাঞ্চকর অভিজ্ঞতা।’
এর একদি꧅ন আগে, টিম কুক, মাধুরী দীক্ষিতের সঙ্গে মুম্বইয়ের স্থানীয় খাবার খাওয়ার একটি ছবি শেয়ার করেছিলেন। মুম্বইয়ের এক ছোট ও জনপ্রিয় ক্যাফে, স্বাতী স্ন্যাকসে বড়া পাও খেতে গিয়েছিলেন দু'জনে। সেই খাবারের ভূয়সী প্রশংসা করেছেন অ্যাপেল কর্তা।
সোমবার অ্যাপলের প্রাইভেট স্টোর লঞ্চে মৌনি রায়, সুরজ নাম্বিয়ার, রবিনা ট্যান্ডন, এআর রহমান এবং আরও অনেকের বিখ্যাত বি-টাউন সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন। মুম্বইয়ের এই স্টোর লঞ্চেই কিন্তু অ্যাপেল থামছে না। এরপর বৃহস্পতিবার দিল্লিতে অ্যাপলের দ্বিতীয় রিটেল স্টোর খোলা হবে। আরও পড়ুন: প্রতিযোগিতা বিরোধী কাজে লিপ্ত Google, তদন্ত ফেসবুক, অ্যাপেলের বিরুদ্ধে-কেন্দ্র