সীমান্তে মোতায়েন সৈন্যদের জন্য একটি বিশেষ ধরনের জুতো তৈরি করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই জুতো পরে হাঁটার সময়, বিদ্যুৎ উৎপন্ন হবে। সৈন্যরা এগুলো দিয়ে ইলেকট্রনিক ডিভাইসও চার্জ করতে পারবেন। জানা গিয়েছে, আইআইটি ইন্দোরের ফ্যাকাল্টি সদস্য অধ্যাপক আইএ পাল♎ানির নির্দেশনায় এই জুতো তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার কাছে এই ধরনের দশ জোড়া জুতা হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: (স্টিয়ারিং বক্ღসের বড় ত্রু𝓰টির মুখে Maruti Alto! কীভাবে বুঝবেন আপনার গাড়িটি ঠিক আছে কিনা)
সৈন্যদের কথা মাথায় রেখে বিশেষ প্রযুক্তিতে ডিজাইন করা হয়েছে এই জুতো
এই জুতো তৈরির জন্য আইআইটি ই🐽ন্দোরে কয়েক মাস ধরে গবেষণার কাজ চলছ🍨িল। এরপর, সবটা দেখে ট্রাইবো ইলেকট্রিক ন্যানো জেনারেটর এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই বিশেষ জুতো। মূলত প্রত্যন্ত অঞ্চলে কর্তব্যরত সৈনিকদের কথা মাথায় রেখেই এই জুতো তৈরি করা হয়েছে। এর মাধ্যমে তাঁরা সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস চার্জ করতে পারবেন। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি, উপরন্তু, জুতাগুলি লাইভ লোকেশন ট্র্যাকিংয়ের জন্য আরএফআইডি এবং স্যাটেলাইট-ভিত্তিক জিপিএস মডিউল সহ অত্যাধুনিক ট্র্যাকিং প্রযুক্তিতে সজ্জিত।
আরও পড়ুন: (Swish: 'শ্রম শোষণ করা হচ্ছে'- ১০ মিনিটে খাবার ডেলি꧟ভারির প্রতিশ্রুতি দিয়ে আমজনতার রোষে এই নতুন স্টার্টআপ)
এই জুতো অনেক ক্ষেত্রে উপকৃত করবে
এই উন্নতি প্রযুক্তিযুক্ত জুতোর গুণাগুণের বিষয়ে কথা বলতে গিয়ে গবেষক অধ্যাপক পালানি বলেছেন, এই জ꧋ুতো﷽গুলোর টিইএনজি (ট্রাইবো ইলেকট্রিক ন্যানো জেনারেটর) সিস্টেমে উন্নত ট্রাইবো-কাপল, ফ্লোরিনযুক্ত ইথিলিন প্রোপিলিন এবং অ্যালুমিনিয়াম ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই বিদ্যুৎ জুতার তলায় একটি কেন্দ্রীয় যন্ত্রে সংরক্ষিত হয়, যাতে ছোট আকারের ইলেকট্রনিক সার্কিটের সহজেই চার্জ করা সম্ভব হয়।এটি প্রবীণ নাগরিক, স্কুল শিশু এবং পর্বতারোহীদের ট্র্যাক করতে ব্যবহার করা যেতে পারে। এর মাধ্যমে তাঁদের অবস্থান সহজেই জানা যাবে।
জুতোগুলি বয়স্ক এবং রোগীদের জন্যও উপযোগী হবে
বিশেষ করে যাঁদের আলঝেইমার রোগ আছে তাঁদের জন্য, এই জুতোগুলি খুবই উপকারি। কারণ এই ধরনের ব্যক্তিরা যদি এই জুতো পরে বাইরে বেরোন, তাহলে তাঁদের রিয়েল-টাইম অবস্থান সহজেই জানা যাবে। পরিবারকেও মানসিক শান্তি প্রদান করবে। অন্যদিকে কর্মজীবী বাবা মায়েরাও স্কুলের দিনে বাচ্চাদের অবস্থান জানতে পারবেন, এতে ব্যবহৃত উন্নত প্রযুক্তির 🔴মাধ্যমে। এবং স্কুলগুলিও সঠিক উপস্থিতি রেকর্ড বজায় রাখতে এটি ব্যবহার করতে পারে।
আরও পড়ুন: (Infosys: ৩২,০০০ কোটি টাকা ট্যাক্স দিতেই হবে! ইনফোসিসকে𓆉 স্বস্তি দিতে নারাজ সরকার)
খেলাধুলায়ও কাজে লাগবে
ক্রীড়াবিদদের জন্য এই জুতো হতে পারে সেরা বিকল্প, যা কর্মক্ষমতা এবং ট্রেনিংয়ে উন্নত অভিজ্ঞতা দিতে সাহায্য করতে পারে। ট্রেকিং এবং পর্বতারোহণ করতে চান এমন ব্যক্তিদের জন্য, জুটগুলো জিপিএস বৈশিষ্ট্য সহ অভিযানের সময় নির্ভরযোগ্য ট্র্যাকিং প্রদান করব🦹ে, নিরাপত্তা এবং ঠিকঠাক নেভিগেশন নিশ্চিত করে।