আন্𓃲তর্জাতিক NCAP-এ ফাইভ স্টার রেটিং পেল টাটার নতুন কমপ্যাক্ট এসইউভি Tata Punch ꦑ।
অ্যাডাল্ট যাত্রীদের জন্য রেটিং ৫ স্টার। শিশু যাত্রীদের জন্য 🌼সুরক্ষা রেটিং ৪ স্টার। এই দামের গাড়ির ক্ষেত্রে যা বেশ ভাল।
এর আগে টাটার আলট্রোজ এবং𝓡 নেক্সন গাড়ি দুটিও আন্তর্জাতিক NCAP-এ ৫ স্টার রে൲টিং পেয়েছিল।
Impact 2.0 ডিজাইন ল্যাঙ্গুয়েজ
এর আগের টাটার আলট্রোজে ব্যবহার করা হয়ে⛦ছিল সংস্থার Impact 2.0 ডিজাইন ল্যাঙ্গুয়েজ। সেটাই প্রয়োগ করা হয়েছে নতুন Punch-এও। অর্থাত্ সুরক্ষার সঙ্গে কোনও কম্প্রোমাইজ করা হয়নি।
সম্প্রতি লাতিন এনক্যাপে শূন্য রে♚টিং পেয়েছিল মারুতি সুজুকির জনপ্রিয় গাড়ি। সেই কারণে ইদানিং সুরক্ষা নিয়ে সচেতনতা বেড়েছে আম আদম✃ির।
ইঞ্জিন
Tata Punch-এ Dꦬyna-Pro টেকনোলজির সঙ্গে ১.২ লিটারের রেভোট্রন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ৮৬ PS power এবং 113 Nm টর্ক উৎপন্ন হবে৷ রয়েছে ৫-স্পিড ম্যানুয়াল এব𒈔ং অটোম্যাটিক গিয়ারবক্স৷
থাকছে ২টি ড্রাইভ মোড-City এবং Eco ড্রাইভ মোড।
গাড়ির দাম এখনও ঘোষণা করেনি সংস্থা। আগামী ২০ অক্টোবর এটি ভারতের বাজারে লঞ্চ করবে। সেই সময়েই এ বিষয়ে জানা যাবে। ꧋ইতিমধ্য়েই ২১ হাজার টাকা দিয়ে প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে টাটা পাঞ্চ স্মল এসইউভি-র।
টাটা পাঞ্চ বাজারে মারুতি সুজুকি ইগনিসে𒊎র প্রতিদ্বন্দ্বীতা করবে।