স্মার্টফোন ভরে ওঠে স্প্যাম মেসেজ। ব্যস্ত সময়ে আসে স্প্যাম কল। নোটিফিকেশন বারে চোখ রাখলেই একের 🌊পর এক বিভ্রান্তিমূলক মেসেজ। কিছু কিছু এমনও হয় দেখে বিশ্বাস করতে ইচ্ছে হয়। আর একবার ক্লিক করলেই হয়ে গেল। কোথায় বলতে কোথায় রিডিরেক্ট করে দেবে। এই বিষয়গুলোতে এবার রাশ টানতে বড় সিদ্ধান্ত নিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ🐠 ইন্ডিয়া অর্থাৎ টিআরএআই।
যেসব টেলিকম কোম্পানি বারবার স্প্যাম বা অবাঞ্চিত বা হয়রানিমূলক ফোন কল এবং অযাচি꧋ত মেসেজ সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করে, তাদের ২ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা জরিমানা করা যেতে পারে। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা টিআরএআই এই বিষয়ে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগ﷽ুলির উপর কড়াকড়ি নিয়ম আরোপ করেছে।
আরও পড়ুন: (Samsung CEO 🤪targets China: ‘চিনকে বিশ্বাস করা যায় ꧟না’, ভারতীয় গ্রাহকদের সাবধান করলেন স্যামসাং CEO!)
সমস্ত টেলিকম অপারেটরদের রিয়েল টাইমে সম্ভাব্য স্প্যামারদের শনাক্ত করার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। অস্বাভাবিকভাবে উচ্চ কল ভলিউম, শর্ট কল এবং ইনকামিং এবং আউটগোয়িং কল, এসএমএস প্যাটার্ন বিশ্লেষণের নির্দেশ দিয়েছে। টিআরএআই জানিয়েছে, স্প্যাম কলের সংখ্যা সম্পর্কেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ ভুল তথ্য প্রদানের ক্ষেত্রে প্রথম লঙ্ঘনের জন্য ২ লক্ষ টাকা, দ্বিতীয় লঙ্ঘনের জন্য ৫ লক্ষ টাকা এবং পরবর্তী লঙ্ঘনের জন্য প্রতি ক্ষেত্রে ১০ 🦄লক্ষ টাকা জরিমানা করা হবে।