ধরুন বিশেষ বন্ধুর 🥃সঙ্গে অনেকক্ষণ চ্যাট করছেন। আর সেই সময়ে পরিবারের অতি-কৌতূহলী আত্মীয়া বারবার জিজ্ঞেস করে চলেছেন 'কীরে, এতক্ষণ অনলাইন, কার সঙ্গে গল্প করﷺছিস?'
রিলেট করতে পারছেন? আজ্ঞে হ্যাঁ, আপনি একা নন, অনেকেই🐻 এই চাপের পরিস্থিতিতে পড়েন। কোনও মতে ইগনোর করে কাটাতে হয়। তবে, আর সেসব করার প্রয়োজন নেই। এবার থেকে অফলাইন থেকেও করতে পারবেন চ্যাট।
কীভাবে? জানুন সহজ ট্রিক:
>>> প্রথমেই গুগল প্লে স্টোরে যান। সেখান থেকে WA Bubble For Chat -নামের অ্যাপটি সার্চ করে বের করু♏ন। ডাউনল꧅োড করে নিন।
>>> এবার অ্যাপ ইনস্টল করুন।
>>> এরপর 🦄থেকে হোয়াটস্যাপের মেসেজগুলো এখান থেকেই খুলতে পারবেন।
>>> এই অ্যাপে চ্যাট করলে আপনি যে অনলাইন আছেন তা কেউ ধরতেই পারবেন না। ফলে, উত্সুক আত্মীয়ার নাক গলানোকে ভয় পাওয়ার আর কোনও প্রয়োজন নেই।
শুধ🌱ু তাই নয়। এই অ্যাপের প্রধান সুবিধা হল এর বাবেল ডিজাইন। মেসেঞ্জারে যেভাবে অন্য অ্যাপের উপর থেকে বাবল-এ ট্যাপ করে মেসেজ করা যায়, ঠিক সেভাবেই এখানেও হোয়াটস্যাপকে ব্যবহার করা যায়। ফলে অন্যান্য অ্যাপ ব্যবহার করতে করতে চ্যাট করা আরও সহজ হয়। এক ঝলকে কে মেসেজ করছেন, তাও দেখে নিতে পারবেন।