Health minister
সেরা খবর
সেরা ভিডিয়ো
খুব জ্বর ও নিশ্বাসের কষ্ট নিয়ে সোমবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তাঁর করোনা হয়েছিল কিনা এই নিয়ে সবাই চিন্তিত ছিলেন। তবে পরীক্ষায় ধরা পড়েছে যে তাঁর কোভিড টেস্ট নেগেটিভ। ফলে কিছুটা হলেও স্বস্তিতে থাকবে দিল্লি প্রশাসন। নিশ্বাসের কষ্ট ও ধুম জ্বর নিয়ে Rajiv Gandhi Super Speciไality Hospital (RGSSH)-এ ভর্তি আছেন তিনি। গতকালই একটি বৈঠকে ছিলেন সত্যেন্দ্র জৈন যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ষধন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ বড় মাপের নেতারা উপস্থিত ছিলেন। সত্যেন্দ্র করোনা পজিটিভ হলে এদেরকেও কোয়ারেন্টাইনে যেতে হত। আপাতত সেই চিন্তা মিটল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন যে নিজের শরীরের কথা চিন্তা না করে কাজ করে চলেছেন সত্যেন্দ্র। এবার তাঁকে শরীরের খেয়াল রাখতে বলেন তিনি। কেজরিওয়াল নিজেও গত সপ্তাহে করোনা টেস্ট করিয়েছিলেন। সেটা নেগেটিভ এসেছিল।
সেরা ছবি
- দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশে মনসুখ মাণ্ডব্য বলেন, ‘কোবিড ১৯ ম্যানেজমেন্ট নিয়ে প্রস্তুতি ধরে রাখতে’। টুইটারে এই বৈঠক সম্পর্কে মাণ্ডব্য বলেন, ‘কোভিড ১৯ এর পরিস্থিতি পর্যালোচনাধর্মী বৈঠক সম্পন্ন হয়েছে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে। জোর দেওয়া হয়েছে সতর্কতায়।