বাংলা নিউজ >
দেখতেই হবে >
Priyanka Sarkar: ছেলের সঙ্গে সাঁতারে ডুব প্রিয়াঙ্কার, 'রাহুল কোথায়?' প্রশ্ন নেটপাড়ার
Updated: 21 Jul 2024, 07:40 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
ছেলেকে নিয়ে পুলের জলে সাঁতার কাটতে দেখা গেল প্রিয়াঙ্কা সরকারকে। অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে সময় কাটানোর সেই ভিডিয়ো পোস্ট করেছেন। ভিডিয়ো দেখেই বেশ বোঝা যাচ্ছে, ছেলেকে নিয়ে কোনও এক রিসর্ট কিংবা হোটেলের পুলের জলে সময় কাটাচ্ছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই সাঁতার কাটতে দেখা গেল মা ও ছেলেকে। ভিডিয়োর সঙ্গে জুড়ে বেশ কয়েকটি ছবির কোলাজও পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশানে দিয়েছেন, ‘MakingMemories..’। তবে এদিন প্রিয়াঙ্কা এই পোস্টে রাহুলকে কোথাও দেখা গেল না। নেটিজেনদের অনেকেই তাই লিখেছেন 'রাহুল কোথায়?' __________________________________________________________________ ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন: //www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন: //twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন: //www.instagram.com/htbangla/?hl=en