ফেলে দেওয়া আমের আঁটি দেখাচ্ছে আয়ের দিশা, পূর্বস্থলীতে চলছে কর্মযজ্ঞ
Updated: 21 Jun 2021, 11:25 PM IST লেখক Ayan Das ফেলে দেওয়া আমের আঁটি থেকেই উপার্জনের দিশা দেখাচ্ছেন পূর্ব বর্ধমানের পূর্🧔বস্থলী মানুষরা। পূর্বস্থলী পারুলিয়া এলাকায় কয়েকটি আড়ত রয়েছে। সেখানে আমের আঁটি কেনা হয়। কী হয় সেই আমের আঁটির? আড়তদাররা জানিয়েছেন, সেগুলি বিহার-সহ পার্শ্ববর্তী রাজ্যের নার্সারিতে বিক্রি করা হয়। তা থেকে আম গাছ চাষ করা হয়। এক আড়তদার জানান, টিনপিছু ১০০ টাকায় আমের আঁটি কেনা হয়। আড়তদারদের বক্তব্য, লকডাউনের অনেকে কাজ হারিয়েছেন। তাঁদের কাছে এটা আয়ের মাধ্যম হয়ে উঠেছে। বছরকয়েক ধরে এলাকায় সেই কাজ চলছে। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -