আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই বিশ্বব্যাপী উদযাপন সেই নারীদের সম্মান জানায়, যারা আমাদের মানব সমাজের গর্ব। তাই নারী দিবস উপলক্ষ্যে ভারতীয় রেলওয়েও নিল এক অনন্য উদ্যোগ। প্রথমবারের মতো, শুধুমাত্র মহিলা ক্রুই চালালেন বন্দে ভারত এক্সপ্রেস। এদিন ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে সাইনগর শিরডি বন্দে ভারত ট্রেনে লোকো পাইলট, সহকারী লোকো পাইলট, ট্রেন ম্যানেজার, টিসি এবং ট্রেন হোস্টেস সকলেই ছিলেন মহিলা। জানা গিয়েছে, ট্রেনটি পরিচালনা করেছেন এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট সুরেখা যাদব এবং সহকারী লোকো পাইলট সঙ্গীতা কুমারী।