বাংলা নিউজ >
দেখতেই হবে > Elephant attack Viral Video: বাজির শব্দই ডাকল 'কাল'? মন্দিরে অনুষ্ঠানের মাঝে দুই হাতির তাণ্ডব! কোথায় ঘটল?
Elephant attack Viral Video: বাজির শব্দই ডাকল 'কাল'? মন্দিরে অনুষ্ঠানের মাঝে দুই হাতির তাণ্ডব! কোথায় ঘটল?
Updated: 14 Feb 2025, 07:10 PM IST Sritama Mitra কেরলের কোঝিকোডে এক মন্দিরে চলছিল অনুষ্ঠান। ধর্মীয় সেই অনুষ্ঠানের মাঝে আচমকাই তাণ্ডব শুরু করে দুই হাতি। সেই হাতিরাও এই অনুষ্ঠানের অংশ ছিল। অ🧔নুমান করা হচ্ছে, অনুষ্ঠানের সময় বাজির শব্দেই হাতিদের অস্বস্তি শুরু হয়। কারণ,অনুষ্ঠানে বাজি ফাটার সঙ্গে সঙ্গেই তারা মত্ত হয়। হাতিরা তেড়ে আসে। এদিকে, ঘটনার জেরে স্বভাবতই চাঞ্চল্য ছড়ায়। হতাহতেরও খবর মেলে। অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।