বাংলা নিউজ >
দেখতেই হবে > Kharaj-Kali Puja: 'সারারাত পুজো চলে, খুবই জাগ্রত সেই কালী, চালু আছে বলি প্রথাও'
Kharaj-Kali Puja: 'সারারাত পুজো চলে, খুবই জাগ্রত সেই কালী, চালু আছে বলি প্রথাও'
Updated: 01 Nov 2024, 10:34 AM IST লেখক Ranita Goswami আজ ৩১ অক্টোবর (২০২৪) দীপাবলি, প্রথা মেনে হচ্ছে মা কালীর আরধনা। অনেকেই হয়তব♍া জানেন না অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের রিচি রোডের বাড়ির কালীপুজোর কথা। সেই পুজোর ইতিহাস বহু পুরনো, তাও প্রায় ৭৫ বছরের। প্রতিবছরই দীপাবলিতে নিময় মেনে হয় এই পুজো, সঙ্গে থাকে আড্ডা-গান আর খাওয়াদাওয়া। আর অভিনেতার বীরভূমের গ্রামের বাড়ির রটন্তি কালীপুজোর ইতিহাস অবশ্য আরও প্রাচীন। সেই পুজোর ইতিহাস নিয়ে ൲জানালেন খরাজ মুখোপাধ্যায়।