অযোধ্যায় বিকল্প জমিতে শুরু হয়নি কাজ, পরিকল্পনায় মসজিদ, হাসপাতাল, মিউজিয়াম
Updated: 05 Aug 2020, 09:21 AM IST HT Bangla Correspondent একদিকে অযোধ্যায় ভূমিপুজো হཧচ্ছে। অন্যদিকে এখনও কোনও কাজ শুরু হয়নি মুসলমানদের যে বিকল্প পাঁচ একর জমি দেওয়া হয়েছে সেখানে। 💜;আনুষ্ঠানিক ভাবে গত শไনিবার অযোধ্যা প্রশাসন পাঁচ একর জমি তুলে দিয়েছে ইন্দো-ইসলাম কালচারাল ফাউন্ডেশনকে। যেখানে বাবরি মসজিদ ছিল সেখানে থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে মুসলমান অধ্যুষিত রৌনাহি শহরের ধানিপুরে এ𓃲ই জমি। তবে এই ফাউন্জেশন এখনও বৈঠক করে উঠতে পারেনি। ফাউন্ডেশনের মুখপাত্র আতাহার হোসেন বলেন যে আমাদের সঙ্গে হিন্দুপক্ষের তুলনা করবেন না। ওরা অনেকদিন ধরে আঁটঘাঁট বেধে পরিকল্পনা করে ছিল। কোভিডে𒆙র জ𓆉েরে এখনও একসঙ্গে বৈঠক করা হয়নি বলে তিনি জানান। তবে ট্রাস্টের নেপথ🥃্যে থাকা উত্তর প্রদেশ সুন্নি ওয়াকফ♑ বোর্ড ঠিক করেছে যে এই জমিতে মসজিদ ছাড়াও অত্যাধুনিক একটি হাসপাতাল ও ইসলামিক সংস্কৃতিকে তুলে ধরতে একটি মিউজিয়াম তৈরী করা হবে। হাসান๊ বলেন যে ফেব্রুয়ারি থেকে🐠ই পরিকল্পনা শুরু হয়েছে, ভার্চুয়াল মিটিং চলছে, তাই রাম মন্দির যতদিনে তৈরী হবে তার থেকে বেশি সময় লাগবে বাবরি মসজিদের পরিবর্তে তৈরী হওয়া মসজিদ বানাতে।