বেতনের দাবিতে বিক্ষোভ ঘিরে কী ঘটে গেল?প্রবল উত্তেজনা নদীয়ার এই হাসপাতালে
Updated: 10 Jan 2022, 11:09 PM IST লেখক Sritama Mitra - একদিকে করোনা পরিস্থিতি, অন্যদিকে মিলছে না বেতন। বেতন না পেয়েও করোনা আবহে প্রাণের ঝুঁকি নিয়ে চলেছে কাজ। তবে এবার বেতনের দাবিতে ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভের রাস্তা নিলেন হাসপাতালের নিরাপত্তাকর্মী সংস্থার একাধিক জন। ঘটনা ঘিরে এদিন উত্তেজনা ছড়ায় নদীয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালে। বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা বেতনের দাবিতে সরব হতেই, হাসপাতালের সুপার আশ্বাস দেন বিষয়টি খতিয়ে দেখার, তবে তাতে লাভের লাভ হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। যদিও হাসপাতালে সুপার সোমনাথ ভট্টাচার্য বলেন, এর আগেও তিনি স্বাস্থ্য দপ্তরে লিখিত ভাবে জানিয়েছেন এই বিষয়টি। কিন্তু কোন টাকা না আসার কারণে বকেয়া মঞ্জুর করতে পারছেন না। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।