বাংলা নিউজ >
দেখতেই হবে > গুটি গুটি পায়ে বরফের উপত্যকায় নিঃসাড়ে গন্তব্যের দিকে লেপার্ড! ১২,৫০০ ফুট উপরে কী ঘটল?
গুটি গুটি পায়ে বরফের উপত্যকায় নিঃসাড়ে গন্তব্যের দিকে লেপার্ড! ১২,৫০০ ফুট উপরে কী ঘটল?
Updated: 07 Mar 2022, 10:52 PM IST লেখক Sritama Mitra 🎃এই ছবি উত্তরকাশীর লাহুল স্পিতির। সেখানে ক্যামেরা বন্দি হয়েছে স্নো লেপার্ড। আইটিবিপির তরফে এই ছবি ক্যামেরাবন্দি হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১২,৫০০ ফুট উপরে পার্বত্য উপত্যকায় চিতার এই ছবি দেখা গিয়েছে। উত্তরাখণ্ডের উত্তরকাশীর গঙ্গোত্রী ন্যাশনাল পার্কে দেখা গিয়েছে এই ছবি। ভিডিয়োতে দেখা যাচ্ছে গুটি গুটি পায়ে নির্দিষ্ট লক্ষ্যের পথে এগোচ্ছে বাঘটি। আর ঠিক সেই সময়ই বহাল তবিয়তে থাকা লেপার্ডের এই ছবি ক্যামেরা বন্দি হয়।