শোনা যাচ্ছিল এবার নাকি আলিয়া ভাট কান চলচ্চিত্র উৎসবে 🤡ডেবিউ করতে চলেছেন। কিন্তু তারপরই প্রকাশ্যে আসে যে কানে যাচ্ছে না আলিয়া। ১৩ মে কান চলচ্চিত্র উৎসবের𝓀 উদ্বোধনী রাতে রেড কার্পেটে হাঁটার কথা ছিল এই অভিনেত্রীর, কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে তিনি এবার কান চলচ্চিত্র উৎসবে যাওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন।
আরও পড়ুন: ‘ঘটক ღদিদি’ ঋতু পাইন এবার সিনেমার ♐নায়িকা! কোন ছবিতে দেখা যাবে তাঁকে? নায়ক-ই বা কে?
মিড-ডে-এর রিপোর্ট অনুসারে, ‘৭৮তম কান চলচ্চিত্র উৎসবের আসর ১৩ মে শুরু হয়েছে তা চলবে ২৪ মে পর্যন্ত। ’ল'রিয়েলের প্রতিনিধি হিসেবে আলিয়ার কানে অভিষেক হওয়ার কথা ছিল। জাঁকজমকে ভরা এই উদ্বোধনী অনুষ্ঠানেও তাঁর যোগ দেওয়ার কথা ছিল🍌। তার জন্য নায়িকাকে সপ্তাহান্তে বিমানযাত্রা করতে হত। কিন্তু বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা চলছে, এই অশান্ত পরিবেশের মধ্যে তাই আলিয়া না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।'
তবে এবার খবর যুদ্ধবিরতির পর ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি শান্ত হওয়ায়, আলিয়া শীঘ্রই উৎসবে যোগ দিতে পারেন। একটি সূত্রের খ🅷বর অনুসারে, ‘এই উৎসব ১১ দিনব্যাপী হবে। তাই এই নিয়ে বেশ কিছু অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল, তবে তিনি এখনও ভাবছেন যে আগামীতে তিনি যেতেও পারেন।’
হিন্দুস্তান টাইমস সূত্র থেকে জানতে পেরেছে যে, অভিনেত্রী ও তাঁর টিম শীঘ্রই কান চলচ্চিত্র উৎসবে তাঁদের উপস্থিতি সম্পর্কে এক🍌টি অফিসিয়াল আপডেট প𒁏্রকাশ করবে।
আরও পড়ুন: মৌটুসিকে সিঁদুর পরালেন মুকুল🌸! কখনো কুনকো, কখনো দর্পন, ‘মিথ্যে বিয়ে’ বিরক্ত নেটপাড়া
কান চলচ্চিত্র উৎসবে আলিয়ার অভিষেক ঘটে বিউটি ব্র্যান্ড ল'ওরিয়াল প্যারিসের সঙ্গে তাঁর যোগসূত্রের মাধ্যমে। ১৩ মে উদ্বোধন হওয়া চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে তাঁরও যোগদানের কথা ছিল। যখন আলিয়ার কানে যাওয়ার খবর প্রকাশ্যে আসে তখন আলিয়া কান চলচ্চিত্র উৎসবে 🍌তাঁর ডেবিউ সম্পর্কে তাঁর উচ্ছ্বাস ভাগ করে নেওয়ার জন্য একটি বিবৃতি প্রকাশ করেছিলেন।
গত বছর, আলিয়া 🥃প্যারিস ফ্যাশন সপ্তাহে ঐশ্বর্যর সঙ্গে কসমেটিক ব্র্যান্ডের ব্🌌র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছিলেন।