ড্যান্স বাংলা ড্যান্𓆉সের মঞ্চে উদযাপিত হ⛎তে চলেছে মাধুরী দীক্ষিত বিশেষ পর্ব। সেখানেই পারফর্ম করতে দেখা যাবে এবারের দুই বিচারক অঙ্কুশ হাজরা এবং কৌশানি মুখোপাধ্যায়কে। কোন গানে মঞ্চ মাতাবেন তাঁরা?
আরও পড়ুন: গানের পাশাপাশি 💦এবার ব্লগিং শুরু অরিজিতের! কার উদ্দেশ্যে কেন বললেন 'বেশি প্রত্যাশা ভালো না'?
আরও পড়ুন: সন্তু মুখোপাধ্যায়ের দুটো বিয়ে, আছে এক ছেলেও! স্♋কুলের গসিপ থেকে বাবার সম্পর্কে কী শোনেন স্বস্তিকা?
কী ঘটেছে?
এদিন জি বাংলার তরফে ড্যান্স বাংলা ড্যান্সের একটি প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে এই রিয়েলিটি শোয়ে চলতি সপ্তাহে উদযাপিত হবে মাধুরী দীক্ষিত বিশেষ পর্ব। সেখানেই হাম আপকে হ্যায় কৌন ছবি থেকে লতা মঙ্গেশকর এবং এসপি বালাসুব্রাহ্মণ্যমের গাওয়া জুতে দে দো গানটিতে নাচতে দেখা যাবে অঙ্কুশ হাজরা এবং কৌশানি মুখোপাধ্যায়কে। সেই ছবির স্মৃতি ফেরাতে এদিন তাঁরা স✤েই সিনেমার মতো পোশাক অর্থাৎ অভিনেত্রী সবুজ টপ এবং সাদা স্কার্ট, সবুজ ওড়নায় ধরা দেবেন। অন্যদিকে অভিনেতাকে কালো টিশার্ট এবং খয়েরি জ্যাকেট প্যান্টে দেখা যাবে।
এ♊ছাড়া এবারের অন্যতম খুদে প্রতিযোগী অহনাকে এক দো তিন গানটিতে পারফর্ম করতে দেখা যাবে। তার পারফরমেন্স দেখে মুগ্ধতা প্রকাশ করবেন এমজি মিঠুন চক্রবর্তী।
কে কী বলছেন?
এদিন এই প্রোমো প্রকাশ্যে আসতেই মুগ্ধ নেটিজেনরা। এক🎀 ব্যক্তি লেখেন, 'অঙ্কুশ আর কৌশানির কেমিস্ট্রি তো ফাটাফাটি। কী দারুণ নাচল।' কেউ আবার লেখেন, 'ওদের দুজনের নাচটা দেখার জন্য এই পর্ব দেখব। দারুণ লাগল।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, কৌশানি মুখোপাধ্যায় এবং অঙ্কুশ হাজরার অনস্ক্রিন জুটি দর্শকরা শীঘ্রই দেখতে চলেছেন। উইন্ডোজ প্রোডাকশন হাউজের এবারের পুজোর ছবি রক্তবীজ ২ তে এই দুই তারকা জুটি 🐽বেঁধেছেন।
আরও পড়ুন: 'ও যেভাবে...' ব♔ম্বেতে 'পলিটি𝓰ক্স-লবি' থাকা সত্ত্বেও টিকে গেলেন অরিজিৎ, পারলেন না রূপরেখা, কেন?
আরও পড়ুন: শিক্ষকদের গায়ে হাত! মমতা-TMC-কে ধিক্কার ঋদ্ধির, লিখলেন, 'আপনাদের প♕তনের সময় আসন্ন'
ড্যান্স বাংলা ড্যান্স প্রসঙ্গে
ড্যান্স বাংলা ড্যান্স ৮ মার্চ থেকে শুরু হয়েছে। এবারের সিজনে মিঠুন চক্রবর্তী আছেন মহাগুরু হিসেবে। সঙ্গে আছেন ৪ বিচারক। এঁরা হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায꧃়, কৌশানি মুখোপাধ্যায়, অঙ্কুশ হাজরা এবং যিশু সেনগুপ্ত। বলাই বাহুল্য এই রিয়েলিটি শোয়ের হাত ধরে ফের ছোট পর্꧂দায় ফিরলেন যিশু, এবং তাও জি বাংলার রিয়েলিটি শোতে। ড্যান্স বাংলা ড্যান্স বর্তমানে প্রতি শনি এবং রবিবার রাত সাড়ে ৯টা থেকে দেখা যায়।