হিন্দুশাস্ত্রে ফাল্গুন মাসের বিভিন্ন তিথির মধ্যে মহাশিবরাত্রির তিথিꦓর বিশেষ মাহাত্🌟ম্য রয়েছে। এই তিথি ফাল্গুনের শুক্লপক্ষের চতুর্দশীতে পড়ে। বিভিন্ন বিধি মেনে এই সময় শিবের পুজোপাঠ করা হয়। ২০২৫ সালে মহাশিবরাত্রির তিথি ২ দিন ধরে রয়েছে। ফলত, কবে এই তিথি পড়ছে, আর কবে এই তিথি শেষ হচ্ছে, তা নিয়ে রয়েছে যথেষ্ট বিভ্রান্তি। দেখা যাক, মহাশিবরাত্রি ২০২৫র তিথি, তারিখ ও তার জেরে লাকি রাশি কারা হতে পারে।
শিবরাত্রি ২০২৫র তিথি:-
ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি শুরু হচ্ছে ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ বেলা ১১ টা ০৮ মিনিটে। তিথি শেষ হচ্ছে, ২৭ ফেব্রুয়ারি সকাল ৮ টা ৫৪ মিনিটে। শিবরাত্রি পালিত হবে ২৬ ফেব্রুয়ারি, বুౠধবার।
লাকি রাশি কারা?
কর্কট
এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা ইতিবাচক ফল পাবেন। ভগবান শিবের কৃপায় আর্থ🐈িক পরিস্থিতি ভালোꩲর দিকে যেতে পারে। সামাজিক ক্ষেত্রে মান সম্মান প্রতিষ্ঠা হবে। কর্মক্ষেত্রে ব্যাপক সাফল্য আসতে পারে। কোনও নতুন কাজ বা ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসার পরিস্থিতি আগের থেকে ভালো হবে। আয়ের নতুন নতুন রাস্তা খুলবে।
সিংহ
চাকরিতে উন্নতির রাস্তা প্রশস্ত হবে। সব কাজে অফিসারদের সহযোগিতা পাবেন। কিছু কিছু জাতক জাতিকার স্থান পরিবর্তন হবে। আর্থিক রূপের দিক থেকে পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। মন ভালোর দিকে যাবে। আটকে থাকা টাকা এবার ফেরত পে🍬তে পারেন।
কুম্ভ
মহাশিবরাত্রির শুভ সংযোগ আপনাদের জন্য সুখবর নিয়ে আসছে। এই সময় আপনাদের গাড়ি, বাড়ি, জমি, বৃদ্ধির সংকেত রয়েছে আপনাদের ভাগ্যে। চাকরিতে উন্নতির রাস্তা প্রশস্ত হতে পারে। বিদেশ যাওয়ার সম্ভাবনা আসতে পারে।𒉰 ব্য়বসায় বদলের কোনও যোগ দেখা যেতে পারে। কাজের সূত্রে কোথাও যেতে পারেন।
(এই প্রতিবেদন মান্য়তা নির্ভর। এর সত্যতা য▨াচাই করেনি হিন্দুস্তান🉐 টাইমস বাংলা। )