♍ মহাকুম্ভে যাওয়ার হুড়োহুড়ি ঘিরে সদ্য শনিবার দিল্লি স্টেশনে ভয়াবহ ঘটনা ঘটে। পদপিষ্ট হয়ে সেখানে মৃত্যু হয়েছে ১৮ জনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আসানসোল স্টেশনেও ভয়াবহ ভিড়ের ছবি দেখা যায়। কারোর মাথায় ব্যাগ, কারোর হাতে লাল চেয়ার। সব নিয়ে ভিড় এগিয়ে চলেছে স্টেশনের দিকে। এদিকে, পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে বেগ পেতে দেখা গিয়েছে। গোটা ঘটনার দৃশ্য ভিডিয়ো বন্দি হয়েছে।
✤হাজার হাজার কুম্ভযাত্রীকে স্টেশনে ঢুকতে দেখা গেল রবিবার সন্ধ্যায়। ঘটনা আসানসোল স্টেশনের। যাত্রীদের এই উপচে পড়া ভিড় সামাল দিতে রীতিমতো বেগ পেতে দেখা গিয়েছে রেলকে। এদিকে দিল্লির ঘটনার পর থেকে বিভিন্ন স্টেশনে কুম্ভ যাত্রীদের ভিড় ঘিরে সতর্ক রয়েছে রেল। দিল্লির মতো পরিস্থিতি যাতে তৈরি না হয়, তার জন্য আগে থেকেই তৎপর ছিল আসানসোল স্টেশনের রেল কর্তৃপক্ষ। সেই মতো ব্যবস্থা নেওয়া হয়। পূর্ব রেলের ডিআরএম চেতনা আনন্দ নিজে স্টেশন পরিদর্শন করেন।
কী কী ব্যবস্থা ছিল আসানসোল স্টেশনে?
♐চেতনা আনন্দের নির্দেশ মতো আসানসোল স্টেশনের পার্সেল অফিসার পাশ দিয়ে শুধুমাত্র কুম্ভ যাত্রীদের জন্য বিকল্প রাস্তা করে দেওয়া হয়েছিল। যাতে তাঁরা আসানসোল-মুম্বই ট্রেনটি ধরতে পারেন। তবে তার পরও ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিকে, সূত্রের খবর, কুম্ভগামী ট্রেন যে সমস্ত স্টেশনে আসছে তার প্রায় সব স্টেশনেই মারাত্মক ভিড়। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে,এমার্জেন্সি জানালা দিয়ে, শৌচাগারের জানালা দিয়েও ট্রেনে প্রবেশের চেষ্টা চলছে। কার্যত অবস্থা সামাল দিতে হিমশিম খাচ্ছে রেল।
ভিডিয়োয় কী দেখা গেল?
🔯আসানসোল স্টেশনের যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, স্টেশনের দিকে কাতারে কাতারে ছুটে যাচ্ছেন। কারোর মাথায় রয়েছে লাল রঙের চেয়ার। কারোর মাথায় ব্যাগ। পরিস্থিতি সামাল দিতে যে দড়ি দিয়ে ভিড় ঠেকানোর ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ, সেই দড়িও বাধাও কার্যত মানতে চায়নি ভিড়। বিপুল জনতা আসানসোল স্টেশনে এভাবেই এগিয়ে যায়।