ভারতের প্রতিবেশী দেশ বাংܫলাদেশ। কিন্তু গত বছর থেকেই সেই সম্পর্কে চিড় ধরেছে বার বার। এবার রবিবার দ♐ুই দেশের বিদেশমন্ত্রী পর্যায়ে বৈঠক হল। ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগরীয় কনফারেন্সের সাইডলাইনে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের বিদেশমন্ত্রকের উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের মধ্য়ে বৈঠক হয়।
প্রথম আলোর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে এই বৈঠকের পরে ♑বাংলাদেশের বিদেশমন্ত্রকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৌহিদ হোসেন ও জয়শঙ্কর দুই দেশের পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে গত বছরের সেপ্টেম্বরের রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুজনের আলোচনার প্রসঙ্গ উল্লেখ করা হয়। গত ডিসেম্বরে ঢাকায় দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের ও ১০-১১🍨 ফেব্রুয়ারি জ্বালানি উপদেষ্টার দিল্লিতে একটা সম্মেলনের যোগদানের বিষয়টিও উঠে আসে।
তৌহিদ হোসেন দুই দেশের মধ্য়ে সম্পাদিত গঙ্গা𒆙র জল বন্টনে চুক্তি ফের 𓃲পুনর্নবীকরণের আলোচনা শুরুর উপর জোর দিয়েছেন। তিনি সার্ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক আয়োজনের ওপর গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনার জন্য় ভারত সরকারকে অনুরোধ জানান।
🃏এদিকে বৈঠকের পর ভারতের বিদেশমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদহোসেনের সঙ্গে সাক্ষাৎ হল। আলোচনার কেন্দ্রে ছিল দ্বিপাক্ষিক সম্পর্ক। বিমসটেক।