দেবের রাজনীতিকে বিদায় জানানোর জল্পনার মাঝেই শোনা যাচ্ছে তাঁর সঙ্গে বৈঠক বসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযা🥀য়ী আগামী শনিবার তাঁরা বৈঠকে বসতে পারেন।
গত কয়েকদিন ধরেই চর্চায় রয়েছেন টলিউড সুপারস্টার দেব। তিনি রাজনীতি ছাড়বেন যে জল্পনা শুরু হয়েছিল তা জোরাল হয়েছে সপ্তদশ সংসদের শেষ দিনে। শুক্রবার অধিবেশনের শেষ দিনে বিদায়ী ভাষণে তিনি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের দাবি তোলেন প্রধানমন্ত্রী। কাছে। তিনি বলেন, আমি সাংসদ থাকি বা না থাকি ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন বাস্তবায়িত হয়। ঘাটালের প্রতিটা মানুষ যাতে ভাল থাকে। ꩲযাঁর আমাকে ভোটে দিয়েছেন, তাঁদেরকে ধন্যবান। যারা দেননি তাঁদেরকেও ধন্যবাদ।'
তাঁর এই বিদায়ী ভাষণের পর জল্পনা আꦿরও জোরদার হ𓆉য়, এই বার্তা দিয়েই তিনি বুঝি রাজনীতি ছাড়লেন।
প্রসঙ্গত, আগেও কয়েকবার তিনি রাজনীতি নিয়ে অনীহা প্রকাশ করেছেন। এর মধ্যে আবার, দেবের একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে। যা নিয়ে বেজায় ক্ষুব্ধඣ দেব জানিয়ে🌳ছেন, কেউ যদি প্রমাণ করতে পারেন তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত, তবে তিনি শুধু রাজনীতি ছাড়বেন না সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন।
তবে দেব𓆉 চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় চান না তিনি রাজনীতি ছাড়ুন। দিন কয়েক আগে জেলাভিত্তিক বৈঠকে তিনি জেলার নেতাদের ধমক দিয়ে বলেছেন, দেবকে নিয়ে কাজ করতে। শুধু তাই নয়, দেবকে দলের সম্পদ বলেন সভানেত্๊রী।
এরই 😼মধ্যে আবার সোশ্যাল মিডিয়ায় সংসদে নিজের আসনের ছবি পোস্ট করে লিখেছ🔴িলেন 'আর কিছুক্ষণ'।
পড়ুন। আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার মনে থাকবে, সংসদে ‘শেষদিনে’ মোদ♛ীকে ജপরামর্শ দেবের
এ প্রসঙ্গে কুণাল ঘোষ সাংবাদিকদের বলেন, 'দেব দলের একজন সক্রিয় কর্মী। তৃণমূল সাংসদ হিসাবে লোকসভায় রয়ে𒊎ছেন। বাদলে সঙ্গে তাঁর ꦦদূরত্ব তৈরি হয়েছে কি না তা নিয়ে জল্পনার অবকাশ দেখতে পাচ্ছি না।'
এর মাঝে জানা গিয়েছে, আগামী শনিবার অভিনেতার সঙ্গে বৈঠকে বসতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্𒉰দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই ঠিক হতে পারে আসন্ন লোকসভা নির্বাচনে💙 ফের ঘাটাল থেকে দাঁড়াবেন কি না দেব।
পড়ুন। দেবের🌱 'কয়েক ঘণ্টার অপেক্ষা' পো⛦স্ট ঘিরে জোর জল্পনা, এরই মাঝে বিস্ফোরক শুভেন্দু