বর্ষার শুরুতেই দু’কুল ছাপিয়ে বইছে গঙ্গা। স্কুল ছুটি♛র পর সেই গঙ্গায় স্নান করতে নেমে করুণ পরিণতি হল ৩ স্কুল ছাত্রের। জলের টানে ভেস🔯ে গেল তারা। শনিবার সকাল ১০টা নাগাদ মালদার বীরনগরের সরকারটোলা গ্রামের ঘটনা। নিখোঁজ ছাত্রদের উদ্ধারে তৎপরতা শুরু করেছে প্রশাসন।
আরও পড়ুন - বিহারে প্র🌺শ্নফাঁসে বাংলা থে🐽কে গ্রেফতার ৩, যোগ থাকতে পারে নিট দুর্নীতিরও
পড়তে থাকুন - মনে রাখতে হবে পৃথিবীটা গোল, শপথ জটিলতা নিয়ে বিমান𒁃কেই দুষলেন শুভেন্দু
স্থানীয়রা জ😼ানিয়েছেন, বীরনগর হাই স্কুলের নবম শ্রেণির ৮ ছাত্র শনিবার স্কুল ছুটির পর গঙ্গায় স্নান🌄 করতে নামে। গঙ্গার প্রবল স্রোতে ভেসে যেতে থাকে ৮ জনই। এদের মধ্যে ৩ জন কোনওক্রমে পাড়ে উঠে স্থানীয়দের সাহায্য চায়। স্থানীয় যুবকরা জল থেকে আরও ২ জন ছাত্রকে উদ্ধার করে। কিন্তু ভেসে যাওয়া ৩ ছাত্রের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাদের নাম আকাশ সাহা (১৪), কৃষ্ণ সাহা (১৪) ও আকাশ মণ্ডল (১৫)।
ঘটনারꦍ কথা জানিয়ে থানায় ফোন করেন স্থানীয়রা। কয়েক ঘণ্টার মধ্যে সেখানে পৌঁছয় বꩵিপর্যয় মোকাবিলা বাহিনী। নৌকায় করে নদীতে নিখোঁজ ছাত্রদের সন্ধান চালাচ্ছে তারা।
আরও পড়ুন - সোশ্যাল মিডিয়া নিয়ে সতর্ক করেছিলে, সেই স্কুলের প্র🌺ধান শিক্ষিকার 𝕴কাছেই এল ছাত্রীদের নগ্ন ছবি
এক প্রত্যক্ষদর্শী জানান, ৮ জন ছাত্র গঙ্গায় স্নান করতে নেমেছিল। তাদের মধ্যে প্রথমে একজন ডুবে যেতে থাকে। তাকে বাঁচাতে গিয়ে আরও ২ জন স্রোতে ভেসে যায়। এভাবে মোট ৫ জন স্রোতের টানে ভেসে যায়। তখন বাকি ৩ জন ডাঙায় এসে চিৎকার শুরু করে। স্থানীয়রা জলে নেমে ২ জনকে উদ্ধার করতে পারলেও ৩💃 জনের খোঁজ নেই। মালদা থেকে ডু🔥বুরি এসেছে। সিভিল ডিফেন্সের কর্মীরা নৌকা নিয়ে এসেছেন। নিখোঁজ ৩ ছাত্রের সন্ধানে তাঁরা জলে নামবেন।