কাজের জন্য রবিবার হাওড়া এবং শিয়ালদা ডিভিশনে ২৯টি লোকাল ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রবিবার হꦰাওড়া-বর্ধমান কর্ড লাইন, বর্ধমান-হাওড়া এবং খানা-গুমানি শাখায় মেগা ট্র্যাফিক এবং ব্লক রাখা হয়েছে। তার জেরে রবিবার চারটি লোকাল ট্রেন বাতিল থাকবে। অন্যদিকে, শনিবার রাত ১১ টা ৩০ মিনিট থেকে রবিবার সকাল ৭ টা ৩০ মিনিট পর্যন্ত ট্র্যাফিক ব্লক থাকবে নৈহাটি-ব্যান্ডেল শাখার নৈহাটি-গরিফার আপ লাইনে। তার জেরে ২৫টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। কোন লাইনে কোন কোন ট্রেন বাতিল থাকবে, সেটার তালিকা দেখে নিন।
হাওড়া ডিভিশনে কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকবে?
১) ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল ট্রেন: বেলা ১২ টা ১৫ মি🔥নিটে ব্💖যান্ডেল থেকে ছাড়ে।
২) ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ড🌠েল লোকাল ট্রেন: বেলা ১ টায় কাটোয়া থেকে ছাড়ে।
৩) ৩৬৮২৩ হাওড়া-বর্ধমান লোকাল ট্রেন (কর্ড লাইন): সকাল ১০ টা ১৭ মিনিটে হﷺাওড়া ඣথেকে ছাড়ে।
৪) ৩৬৮৪🅘৪ বর্ধমান-হাওড়া লোকাল ট্রেন (করꦗ্ড লাইন): দুপুর ৩ টে ২৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়ে।
নৈহাটি-ব্যান্ডেল শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) আপ ৩৭৫২১: ভোর ৪ টে ৪০ মি🍌নিটে নৈহাটি থেকে ছাড়ে।
২) আপ ৩৭৫২৩:꧒ সকাল 🌜৬ টা ১৮ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।
৩) আপ ৩৭৫২৫: সকাল ৭𝐆 টা ৩০ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।
৪) আপ ৩৭🐼৫২৭: সকাল ৭ টা ৫৫ মিনিটে নৈহাটি থ🌳েকে ছাড়ে।
৫) ডাউন ৩৭৫২♔২: ভোর ৪ টে ১০ মিনিটে ব্যান্ডেল থেꦓকে ছাড়ে।
৬) ডাউন 👍৩৭৫২৪: ভোর🎉 ৪ টা ৩২ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়ে।
৭) ডাউন ৩৭৫২৬: সকাল ৬🌳 টা ৪৫ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়ে।
৮) ডাউন ৩৭৫২৮: সকাল ৭ টা ২১ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড🍸়ে।
শিয়ালদা-কৃষ্ণনগর শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১)ꦍ আপ ৩১৮১১: রাত ৩ টে ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
🦋২) আপ ৩১৮১৩: ভোর ৫ টা ৩৭ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩) ডাউন ৩১৮১২💜: ভোর ৪ টে ২০ মিনিটে কৃষ্ণনগর থেকে ছাড়ে।
৪) ডাউন ৩১৮১৪: ভোর ৫ টায় কৃষ্ণনগর থেকে ছাড়ে।
শিয়ালদা-শান্তিপুর শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) আপ ৩১৫১১: ভোর ৪ টে ৩৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়♓ে।
২) আপ ৩১৫১৩: সকাল ৬ টায় শিয়ালদা থেকে ছাড়ে।
৩) ডাউন ৩১৫১৪: ভোর ৪ 💞টে ৪৬ মিনিটে শান্তিপুর থেকে ছাড়ে।
৪) ডাউন ৩১৫১৬: ভোর ৫ টা ৫২ মিনিটে শান্তিপুর থেকে💦 ছাড়ে♑।
আরও পড়ুন: Kolkata Police: ‘সাপকে বিশ্বাস করবেন কিন্তু…’ নারীকে অসম্মান গাড়ির স্টিকারে,পদক্ষেপ 🦩কলকাতা পুলিশের
শিয়ালদা-রানাঘাট শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) আপ ৩১৬১১: ভোর ৫ টা ৫ মিনিটে শিয়ꦑালদা থেকে ছাড়ে।
২) ড༒াউন ৩১৬১৪: সকাল ৬ টা ৫ মিনিটে রানাঘাট থেক🐓ে ছাড়ে।
নৈহাটি-কল্যাণী সীমান্ত শাখায় কোন ট্রেন বাতিল থাকবে?
১) আপ♍ ৩১১৯১: ভোর ৪ টে ১০ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।
শিয়ালদা-কল্যাণী সীমান্ত শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) আপ ৩১৩১১: ভোর ৪ টে ১২ মিনিটে শিয়ালদা থেক👍ে ছাড়ে।
২) আপ ৩১৩১৩: ভোর ৫ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে 🔯ছাড়ে।
৩) ডাউন ৩১৩১৪: সকাল ৬ টা ২ মিনিটে কꦑল্যাণী সীমান্ত থেকে ছাড়ে।
৪) ডাউন ৩১৩১৬: সকাল ৭ টা ১০ মিনিটে কল্যাণী সীম♏ান্ত থেকে ছাড়ে।
রানাঘাট-নৈহাটি শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) আপ ৩১৭১১: ভোর ৫ টায় নৈহাটি থেকে ছাড়ে।
২) ডাউন ৩১৭𒊎১🧜২: ভোর ৪ টে ৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।
আরও পড়ুন: ITR Fraud: সাবধান! ইনকা♏ম ট্যাক্স রিটার্নের নাম করে আসছে ভুয়ো মেসেজ, ক্লিক করলেই হাওয়া হবে টাকা