সিবিআই ডাকলেই এসএসকেএম෴ে চলে যাওয়া এটা যেন অনুব্রত মণ্ডলের কাছে কার্যত নিয়ম হয়ে গিয়েছিল। তবে বর্তমানে তিনি আসানসোল জেলে। বুধবার রাতটা জেল হাসপাতালেই কাটিয়ে দিয়েছেন।এরপর বৃহস্পতিবার সকা🥀ল ১১টা নাগাদ তাকে নিয়ে আসা হয় আসানসোল জেলা হাসপাতালে। মূলত স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে আসা হয় তাকে।
তবে আসানসোল জেলা হাসপাতালে তဣার স্বাস্থ্যপরীক্ষার পরে জানিয়ে দেওয়া হয় তার অপারেশনের কোনও প্রয়োজন নেই। এক্সরে করারও কোনও দরকার নেই বলে চিকিৎসকরা জানিয়ে দেন। তবে এদিন তার ইসিজি করা হয়েছে।
হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস জানিয়েছেন, অনুব্রত মণ্ডলের এখনই জরুরী ভিত্তিতে অস্ত্রোপচারের প্রয়োজন নেই। কোনও বড় হাসপাতালে এখন🦩ই তার চিকিৎসার কোনও প্রয়োজন নেই। যা♏ চিকিৎসা চলছে আপাতত সেটাই চলবে।
তবে এদিন আসানসোল জেলা হাসপাতালে তাকে নিয়ে আসার পরে সাধারণ রোগীদের ব্যাপক ভোগান্তি হয়। ভেতরে যখন অনুব্রতর পরীক্ষা করা হচ্ছে তখন সাধারণ রোগীদের ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এনিয়ে চরম ক্ষোভ প্রকাশ💎 করেন রোগী ও তাঁদের পরিজনরা।
এদিকে সূত্রের খবর, আসানসোল হাসপাতালের নিদান শুনে একেবারে মনে ধরেনি অনুব্রতর। বিশেষ সূত্রে খবর, এসএসকেএমে পাঠানোর জন্য় তিনি ♛চিকিৎসকদের কাছে অনুরোধও করেছিলেন। কিন্তু সেসব ধোপে টেকেনি। শেষ পর্যন্ত তাকে আসান♏সোল জেল হাসপাতালেই পাঠানো হয়। এসএসকেএমে যাও🍬য়া আর হল না কেষ্ট মণ্ডলের।
এদিকে এদ🤡িনও হাসপাতাল চত্বরে অনুব্রতকে দে🍬খতে পেয়েই গরু চোর বলে স্লোগান দিতে শুরু করেন সাধারণ মানুষ। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে গাড়িতে উঠে পড়েন তিনি।