খুনের হুমকি থেকে উস্কানিমূলক বার্তা- একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখিয়ে এক ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার ♛করার দাবি তুললেন বঙ্গ বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি তরুণজ্যোতি তিওয়ারি। তিনি জানিয়েছেন, যে ভিডিয়োর প্রেক্ষিতে ওই ব্যক্তির গ্রেফতারির দাবি তুলেছেন, সেটি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ছড়িয়ে পড়েছে। আর তার জেরে মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তি আরও বাড়ছে বলে দাবি করেছেন তরুণজ্যোতি। সেইসঙ্গে পুরো ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএয়ের তদন্তের আর্জি জানিয়েছেন বঙ্গ বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি। তাঁর কথায়, 'এনআইএয়ের উচিত এই তদন্তভার হাতে নেওয়া। একমাত্র তাহলেই সত্যিটা সামনে আসবে।'
তরুণজ্যোতি দাবি করেছেন যে ঘটনার জেরে বেলডাঙায় দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয়, সেটা কার নির্দেশে হয়েছিল, তাকে খুঁজে বের করতে হবে। সেইসঙ্গে যারা ভাঙচুর চালিয়েছে, ♉যারা সংঘর্ষের ঘটনায় জড়িত, তাঁদেরও গ্রেফতারির দাব💦ি তুলেছেন বঙ্গ বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি।
বেলডাঙায় কী ঘটনা ঘটেছে?
শনিবার রাতে মুর্শিদাবাদের বেলডাঙায় দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঠিক কী বিষয় নিয়ে সংঘর্✱ষ হয়েছে, তা পুলিশের তরফে স্পষ্ট করা না হলেও শনিবার রাতে বেলডাঙায় ঝামেলা শুরু হয়। বাড়ি ও দোকানে চালানো হয় ভাঙচুর। আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: খাস কলকাতায় আক্রান্ত পুল𝄹িশ কর্তা, গোলমাল থামাতে গেলে বেধড়ক মারধর করার অভিযোগ
শ🤪ুধু তাই নয়, অভিযোগ উঠেছে যে প্রচুর বোমা পড়েছে এলাকায়। অনেকের হাতে ধারালো অস্ত্র ছিল বলেও অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযো🗹গ, দুর্বৃত্তরা রীতিমতো এলাকায় দাপিয়ে বেরিয়েছে। তার জেরে কয়েকজন আহত হয়েছেন। কয়েকজনের হদিশও মিলছে না বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুন: Akhilesh Yadav at HTLS: ‘আমি🐲 রাজনীতির দূষণ পরিষ্কার করছি’, যোগী-বিজেপিকে তোপ দেগে বার্তা অখিলেশের
এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন
সেই পরিস্থিতিতে বেলডাঙার বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার রাত থেকেই মোতায়েন রয়েছেন পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলে আসেন মুর্শিদাবাদের পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদবও। রবিবার সকালে বিভিন্ন এলাকার পরিবেশ থমথমে থাকলেও আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে🌞। পুলিশের তরফে দাবি করা হয়েছে যে রবিবার সকালে পরিস্থিতি শান্ত রয়েছে।
আরও পড়ুন: SSC Job: শারীরিক বাধাܫর পাহাড় পেরিয়ে সাফল্যের শৃঙ্গ জয়! উচ্চ প্রাথমিকে চাকরি পেয়ে ꦆনতুন পথ চলা শুরু পামেলা-সরস্বতীদের
'কেউ নিজেদের হাতে আইন তুলে দেবেন না', আর্জি পুলিশের
তারইমধ্যে মুর্শিদাবাদের পুলিশ সুপার দাবি করেছেন, স্থানীয় স্তরে একটি ঘটনাকে ঘিরে প্রাথমিকভাবে উত্তেজনা ছড়💝িয়ে পড়েছিল। দুই গোষ্ঠীকে শান্তি বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে। যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, সেজন্য পুলিশকে স💝হযোগিতা করার আর্জিও জানিয়েছেন পুলিশ সুপার। তিনি বলেছেন, 'কেউ নিজেদের হাতে আইন তুলে দেবেন না। পুলিশকে সাহায্য করুন।'