পাওনা-গণ্ডা নিয়ে বিবাদের জেরে রণক্ষেত্রের চেহারা নিল বিজেপি জেলা কার্যালয়। হাতাহাতি থেকে শুরু হল চেয়ার ছোড়াছুড়ি। ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া দলীয় কর্মীদের 😼সামনেই হল নারদ – নারদ। বৃহস্পতিবার এই দৃশ্য দেখা গেল বারুইপুরে তৃণমূলের জেলা কার্যালয়ে।
আরও পড়ুন - শিশুচুরির গুজবকে কেন্দ্র করে রণক্ষেত্র🎃 বারাꦛসতের কাজিপাড়া, আক্রান্ত পুলিশও
পড়তে থাকুন - রাজভবনের সাম🅘নে অভিষেকের ধরনার অনুমতি দিয়ে অন্যায় করেছে পুলিশ, আদালতে মানল রাজ্য
বৃহস্পতিবার দুপুরে বারুইপুরে বিজেপি কার্যালয়ের ভিতর🐼ে তুমুল উত্তেজনা ছড়ায়। ২ নেতাকে হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায়। হয় চেয়ার ছোড়াছুড়ি। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভোট পরবর্তী হিংসার জেরে দলীয় দফতরে আশ্রয় নেওয়া কর্মীদের সামনেই মারামারি করেন ২ বিজেপি নেতা। তবে বিষয়টি নিয়ে কেউ মুখ খুলতে চাননি। দলীয় নেতৃত্বের একাংশও প্রকাশ্যে কিছু বলতে চাননি।
বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোয🥂়ারদার অবশ্য দলীয় কোন্দলের অভিযোগ মানতে চাননি। তিনি বলেন, "প্রধানমন্ত্রীর সভাস্থল ঘেরার বরাত দেওয়া হয়েছিল একজনকে। যাকে বরাত দেওয়া হয়েছিল এবং যিনি দিয়েছিলেন এই দু'পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়। তা নিয়েই কিছুটা অনভিপ্রেত ঘটনা ঘটে গিয়েছে। এর মধ্যে দলীয় কোন্দলের কোনও ব্যাপার নেই। দু'পক্ষই দলের লোক। দলীয়ভাবে বসে বিষয়টি মিটিয়ে ফেলা হবে।"
আরও পড়ুন - গায়ের জোরে দখল করা জমিতে তৃণমূল পার্টি অফিস, ২০ ꦑদিনের মধ্যে ভাঙতে বলল হাইকোর্ট
🦩তবে বিরোধীদের দাবি, লোকসভা ভোটের প্রচারের জন্য যে টাকা এসেছিল তা তছরূপ হয়েছিল বলে অভিযোগ উঠেছে এক নেতার বিরুদ্ধে। তাই নিয়েই হাতাহাতিতে জড়িয়ে পড়ে ২ পক্ষ।