এখন দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। যদিও নির্ঘন্ট এখনও ঘোষণা করা হয়নি। তবে মাঠ⛦ে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। এই প🐎রিস্থিতিতে বীরভূমের বগটুই কাণ্ডের স্মৃতি উসকে দিতে চাইছে বিজেপি। বেসরকারি সংস্থা ‘লইয়ার্স ফর জাস্টিস’–এর প্রতিনিধিরা ফেব্রুয়ারি মাসেই আবার কলকাতায় আসছেন বলে সূত্রের খবর। এই প্রতিনিধিদের মুখ্য গন্তব্য হবে বগটুই।
এদিকে ২০২২ সালের ২১ মার্চ বগটুইয়ে পুড়িয়ে গণহত্যার অভিযোগ উঠেছিল। এখানে রামপুরহাট–১ ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন। তারপরই বগটুইয়ে কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। তার জেরে ১০ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে ও🐻ঠে রাজ্য–রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বগটুই কাণ্ডে ক্ষতিপূরণ দেন এবং তদন্তের নির্দেশ দেন। পরে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়।
অন্যদিকে সময়ের গতিতে এই গণহত্যার কথা অনেকেই বিস্মৃতি হয়েছেন। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ওই স্বেচ্ছাসেবী সংগঠনে🐽র প্রতিনিধিরা আগামী শনিবার, রবিবার ও সোমবার বীরভূম জেলায় থাকবে। ওই দল রাজ্যে আসবে আগামী ২৪ ফেব্রুয়ারি। প্রথমে রায়গঞ্জে যাবেন তাঁরা। সেদিনই মালদা হয়ে বোলপুরে চলে যাবেন। টানা দু’দিন বীরভূ🐼মে থাকবেন তাঁরা। সেখানে বগটুই কাণ্ড নিয়ে অনুসন্ধান করবেন তাঁরা। পরে প্রশাসনিক কর্তাদের সঙ্গেও কথা বলবেন ‘লইয়ার্স ফর জাস্টিস’–এর প্রতিনিধিরা। আরও কিছু তথ্য জোগাড়ের কাজ করবে🍰ন তাঁরা বলে সূত্রের খবর।