রাজ্যে ফের উদ্ধার হল বিপুল পরিমাণে 🐲সোনা। যার মূল্য আড়াই কোটি টাকারও বেশি। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুল্ক আধিকারিকরা শিলিগুড়ি জংশনের তেনজিং নরগে বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। সেখান থেকে এই পরিমাণ টাকার সোনা উদ্ধার করেছে। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছেন শুল্ক দফতরের আধিকারিকরা।
শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, ♛যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকেই মুম্বইয়ের বাসিন্দা। ধৃতদের নাম হল অমিত খণ্ডেলওয়াল, হাসমুখ চান্দ খণ্👍ডেলওয়াল ও রাহুল গেলট। তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া সোনার পরিমাণ হল ৫ কেজি ৩২৬ গ্রাম। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৭৭ লক্ষ টাকা। গোপন সূত্রে শুল্ক দফতরের আধিকারিকরা জানতে পারেন সেখানে সেখানে করছে কয়েকজন যুবক। এরপর সেখানে হানা দেন শুল্ক দফতরের আধিকারিকরা। সেখানে ওই যুবকদের গতিবিধি দেখে সন্দেহ হয় আধিকারিকদের। এরপরে তাদের প্রথমে আটক করে ব্যাগে চালানো হয়। তা থেকে বেরিয়ে আসে বিপুল পরিমাণে সোনা।
প্রাথম🉐িকভাবে শুল্ক দফতরে♊র আধিকারিকরা জানতে পেরেছেন, তিনজন মণিপুর থেকে সোনা নিয়ে এসেছিল। শিলিগুড়িতেই যে এই সোনা তাদের পাচারের উদ্দেশ্য ছিল সে বিষয়টি নিয়ে স্পষ্ট শুল্ক দফতরের অধিকারিকরা। আজ ধৃতদের শিলিগুড়ির আদালতে তোলা হয়।