পর্যটকদ𓂃ের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। যারফলে গাড়ির চাহিদাও বেড়েছে। এই অবস্থায় বাংলা ও সিকিমের মধ্যে আরও বেশি সংখ্যক গাড়ি চালানোর প্রস্তাব আসছে। বুধবার শিলিগুড়িতে সিকিম ও পশ্চিমবঙ্গের পরিবহণ দফতরের মধ্যে রেসিপ্রোকাল চুক্তি পুনর্নবীকরণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় এমনই প্রস্তাব পেশ করা হয়েছে। সভায় দুই রাজ্যের মধ্যে আরও তিন হাজার গাড়ি চলাচলের জন্য পারমিট দেওয়ার প্রস্তাব পেশ হয়েছে। এছাড়াও বাংলা থেকে সিকিমে ১০টি ইলেকট্রিক বাস চালানো হবে। দ্রুতই এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: নিয়ন্ত্রণ হার💮িয়ে গাড়ি খাদে পড়তেই সব শেষ, মিরিকে ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত ২♑ পর্যটক
পশ্চিমবঙ্গ এবং সিকিম সরকারের মধ্যে কন্ট্রাক্ট ও স্টেট ক্যারেজ যানবাহন চলাচল নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দুবছর আগে। সেই চুক্তিও পুনর্নবীকরণ করতে দুই রাজ্যই তৎপর হয়েছে। বুধবার শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে দুই রাজ্যের পরিবহণ দফতরের প্রতিনিধিদের উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। সেই বৈঠকে ছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এছাড়াও ছিলেন পরিবহণ দফতরের প্রধান সচিব সৌমিত্র মোহন। অন্যদিকে, সিকিমের পক্ষ থেকে ছিলেন রাজ্যের পরিবহণ দফতরের উপদেষ্টা তথা বিধায়ক মদন সিঞ্চুরি, সিকিমের পরিবহণ সচিব রাজ যাদব প্🔯রমুখ।
বৈঠক শেষে পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, দুই রাজ্যের মধ্যে বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হয়েছে। সে বিষয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট𓄧 পাঠানো হবে।