আরজি কর কাণ্ড পরবর্তী জুনিয়র ডাক্তারদের আন্দোলন ও রাত দখলের ডাককে ‘লোক দেখানো’ বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। বুধবার উপ-নির্বাচনমুখি উত্তর ২৪ পরগনার নৈহাটি লাগোয়া হালিশহরে দলীয় বিজয়া সম্মিলনীতে যোগদান করে আন্দোলনের প্রকৃত অভিসন্ধি নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি।এদিন হালিশহরের বাগমোড়ে দলীয় বিজয়া সম্মিলনীতে যোগদান করে দিলীপবাবু বলেন, ‘আমরা অভয়ার বিচারের অপেক্ষায় আছি। মানুষ অনেক আশা নিয়ে রাস্তায় নেমেছেন। ডাক্তাররা আন্দোলন করছেন। তার পরও যদি বিচার না হয়, তাহলে এই আন্দোলনকে যারা পিছন থেকে চালিয়েছেন, তাদের দায় নিতে হবে।’ এমনকী সোমবার নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক যে ভাবে লাইভ স্ট্রিম করা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। দিলীপবাবু বলেন, ‘এখন মনে হচ্ছে জিনিসগুলি অনেকটা সাজানো হচ্ছে।’দিলীপ ঘোষের সাফ কথা, ‘পশ্চিমবঙ্গে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়েছে, এমন পরিস্থিতিতেই আমরা নির্বাচন লড়ব। আমরাও দেখতে চাই সাধারণ মানুষ খালি আন্দোলন করে রাত জাগছেন, নাকি সরকারের পতনের চাইছেন। যদি উপনির্বাচনে এই আন্দোলনের প্রভাব না পড়ে, তাহলে মনে করতে হবে জনগণ লোক দেখানো জন্য এই আন্দোলন করছে। রাজনৈতিক পরিবর্তনের জন্য নয়।’এমনকী এই আন্দোলনের পরেও যদি নির্যাতিতা বিচার না পান তাহলে তার দায় পিছন থেকে যারা আন্দোলন পরিচালনা করেছেন তাদের নিতে হবে বলে মন্তব্য করেন দিলীপবাবু।বলে রাখি, আরজি কর কাণ্ডের পরে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে লাগাতার সমর্থন করেছে বিজেপি। যদিও আন্দোলনকারীদের দাবি ছিল তাদের আন্দোলন অরাজনৈতিক। কিন্তু আন্দোলনে অতিবামেদের প্রভাব রয়েছে বলে অভিযোগ ওঠে।