'আজকের দিনে একদিকে আনন্দও আছে আবার দুঃখও আছে।' প্রয়াত স্বামী কাজল সিনহার আসনে শোভনদেব চট্টোপাধ্যায়ের জয়ে এমনই বললেন তাঁর স্ত্রী নন্দিতা সিনহা। পাশাপাশি তিনি জানান তিনি সবসময় তৃণমূলের পাশে আছেন। তাছাড়া তিনি আশা প্রকাশ করেন যে তাঁর প্রয়াত স্বামীর স্বপ্নগুলি পূরণ করবেন নবনির্বাচিত বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।প্রয়াত বিধায়ক কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা এই জয়ের প্রেক্ষিতে বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক লোককেই প্রার্থী করেছেন খড়দহ বিধানসভায়। এখানে শোভনদেব চট্টোপাধ্যায় জিতবেন। এবং ভালো ব্যবধানে জিতবেন। আমার স্বামীর অসম্পূর্ণ স্বপ্নগুলোকে উনিই পূর্ণ করবেন।'তিনি আরও বলেন, 'এটা উন্নয়নের জয়। খুব ভালো মানুষ। এরই মধ্যে সবার সাথে মিশে গিয়েছেন। সবার সঙ্গে কথা বলেছেন। আশা রাখব প্রচুর ব্যবধানে জিতবেন শোভনদেব চট্টোপাধ্যায়।' এদিকে ।বিরোধী দল নিয়ে কিছু বলতে রাজি নন তিনি। এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'বিজেপির জয় সাহার সম্পর্কে কিছু বলতে চাই না। ও দাপিয়ে বেরিয়েও খড়দা ছেড়ে পালাবে।'তিনি গেরুয়া শিবিরকে আক্রমণ শানিয়ে আরও বলেন, 'বিজেপি নোংরা রাজনীতি করে। ওরা নোংরা রাজনীতি করে যাক। আজকের দিনে একদিকে যেরম আনন্দও আছে আবার দুঃখও আছে। কয়েকমাস আগেই স্বামী প্রয়াত হয়েছেন। তবে তৃণমূলের সাথে সবসময় আছি। শোভনদেব চট্টোপাধ্যায়ের সাথে আছি।'উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয় হয়েছিল খড়দহে। সেই মতো এই আসনটি ধরে রাখার লড়াইতে নামে ঘাসফুল শিবির। কয়েক মাস আগেই বিজেপির শীলভদ্র দত্তকে ২৮,১৪০ ভোটে হারিয়েছিলেন তৃণমূলের কাজল সিনহা। কিন্তু সেই জয় দেখার আগেই তিনি মারা যান।