নির্বাচনে স্টেট ফান্ডিং-এর পক্ষে ফের 🐈একবার সওয়াল করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে ডুমুরজলা হেলিপ্যাডে দাঁড়িয়ে তিনি বলেন, 'পৃথিবীর অন্যান্য দেশে যদি ভোটে স্টেট ফান্ডিং সম্ভব হয় তবে এদেশে নয় কেন ? তাহলে মানুষের থেকে ভোটের জন্য টাকা নিতে হবে না।'
প্রসঙ্গত, সম্প্রতি এক যুগান্তকারী রায়ে সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করেছে। রায়ে বলা হয়েছে, এই ধরনের বন্ড নেওয়া আসলে দুর্নীতিকেই প্রশয় দেওয়া। তার বদলে প্রার্থীর খরচ-খরচা ও অন্যান্য প্রচার সংক্রান্ত ব্যয় যদি সরকার বহন করে তব📖ে তা হবে অনেকটাই স্বচ্ছ। একে স্ট🍨েট ফান্ডিং বলা হয়। সেই স্টেট ফান্ডিং চালু করার জন্য সওয়াল করলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন। 'দিদি নম্বর ওয়ান নই, আমি বিশ্ব♓ের দিদি,' মোদীর স্🥂টাইলে এবার 'গ্যারান্টি' দিলেন মমতা
টাকা নিচ্ছি ইডি-সিবিআই
এদিন তিনি সরাসরি অভিযোগ করেন ই ডি এবং সিবিআই দলের নেতাদের গ্রেপ্তার করে তাদের থেকে টাকা নিচ্ছে। সেই টাকা নির্বাচনে খাটছে। তার কথꦅায়, 'এটা🎃 আরেকটা খেলা। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, 'এটা কি? গ্রেফতারের পর সিজার লিস্ট দেওয়া হচ্ছে না। অপরাধী বছরের পর বছর জেলে থাকলেও তার কি অপরাধ তিনি জানতে পারছেন না। বিচারের বাণী নীরবে-নিভৃতে কাঁদছে। এর বিরুদ্ধে লড়াই করতে হবে।'
আরও পড়ুন। ‘বাংলা🌠র সর্বত্র শিল্পের হাওয়া বইছে, চাকরি-বাকরির অভাব হবে না’, 🐓দাবি করলেন মমতা
ব্রিগেডের জন্য ট্রেন না দেওয়া নিয়ে ক্ষোভ
এদিন তিনি আরো অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার চক্রান্ত করে ব্রিগেড সমাবেশের জন্য ট্রেন দিচ্ছে না। তৃণমূল কংগ💯্রেসের পক্ষ থেকে আগে টাকা জমা দেওয়া সত্বেও কোন ট্রেন তাদের দেওয়া হচ্ছে না। তিনি বলেন, ‘তাহলে উত্তরবঙ্গ থেকে লোক কিভাবে আসবে ? বিজেপি কি ভয় পেয়েছে? যাতে উত্তরবঙ্গ থেকে লোক না আসে সেই ব্যবস্⛄থাই করছে তারা।’
নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসা পꦓ্রসঙ্গে এদিন তিনি বলেন বাঙালি অতিথিপরায়ণ। ওরা আসুক। কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যেন অত্যাচার না করেন।
এ🍸দিন মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করে বলেন, জরুরি পরিষেবা আইনকে অস্বীকার করে কেন্দ্রীয় সরকারি অফিসাররা খড়্গপুরের রেল কলোনিতে জোর করে জলের লাইন বিদ্যুতের লাইন কেটে দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের অফিসারদের ওপর চাপ সৃষ্টি করে নানা বেআইনি কাজ করাচ্ছে।
আরও পড়ুন। ‘অনেকে গদ্দারদের সঙ্গে যোগাযোগ রাখছে’, সভা থেকে নেতা–কর꧅্মীদের সতর্ক করলেন মমতা