ওড়িশার জাজপুর জ🐠েলায় সোমবার রাতে বাস দুর্ঘটনায় রাজ্যের পাঁচ পর্যটকের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা অনেক বলে জানা গিয়েছে। নিহতদের ৫ জনই পূর্বমেদিনীপুর জেলার বাসিন্দা বলেও জানা গিয়েছে। এই 🅺ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সরকারি আধিকারিকদের ওড়িশা পাঠিয়েছেন। রাজ্যের বাসিন্দাদের উদ্ধার কাজে তদারকির জন্য দলকলমন্ত্রী সুজিত বসুকে ওড়িশায় পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, নিময় মেনে নিহত এবং আহতদের ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।
এই দুর্ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘গত রাতে ওড়িশার জাজপুর জেলায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রীর মৃত্যু ও আহত হওয়ার খবর জানতে পেরে শোকাহত। পশ্চিমবঙ্গের প্রশাসন প্রথম থেকেই উদ্ধার ও সহায়তার কাজ করছে। বাসটি আমাদের রাজ্যের ছিল এবং আমাদের কয়েকজন নিহত এবং অনেক আহত হয়েছেন। উদ্ধারকার্যে সহায়তার জন্য রাজ্য ঘটনাস্থলে আধিকারিক, বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী, অ্যাম্বুল্যান্স ইত্যাদি পাঠাচ্ছে। উদ্ধার করা যাত্রীদের ফিরিয়ে আনতেℱ যানবাহনও পাঠান হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজে বেড সংরক্ষিত করা হয়েছে। নিয়ম অনুযায়ী মৃতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে। রাজ্য প্রশাসন, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার আধিকারিকরা উদ্ধারকার্যে সম্পূর্ণভাবে জড়িত। পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত ভাই ও বোনদের প্রতি আমার সমবেদনা।’
আরও পড়ুন। ওড়িশায় ভয়াবহ দুর্ঘটꦓনার কবলে কলকাতা🔜গামী বাস, মৃত ৫ যাত্রী, আহত ৪০
ভোট প্রচারে বর্তমানে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনার খবর পাওয়ার পর সಞেখান থেকেই তিনি যাবতীয় নির্দেশ দেন🎀। দলকল মন্ত্রী সুজিত বসুকে দ্রুত ওড়িশা যাওয়ার নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রী বলেন, 'পুরী থেকে ফেরার পথে রাজ্যের কয়েকজন দুর্ঘটনার কবলে পড়েছে। আমি শুনে মন্ত্রী সুজিত বসুকে সেখানে পাঠিয়ে দিয়েছি। ಌও ওখান থেকে সরাসরি উদ্ধারকাজ দেখতে পারবে। যার যা🦄 প্রয়োজন, সেটা করে দিতে পারবে। রাজ্য সরকার সবসময় বিপদগ্রস্ত মানুষের পাশে আছে। '
প্রসঙ্গত, সোমবার রাত ৯টা নাগা🦩দ পুরী থেকে বাংলায় ফেরার পথে যাত্রীসহ একটি বাস ওড়িশার জাজপুরে জেলার ৬ নম্বর জাতীয় সড়কে বারাবতী ব্রিজ থেকে নিচে পড়ে। বাসটির মধ্যে ৫০ জন যাত্রী ছিল। বাসটি পূর্বমেদিনীপুর আসছিল বলে জান🎉া গিয়েছে। যুদ্ধকালীন তৎপতায় পুলিশ উদ্ধার কাজ শুরু করে। এই দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন। ‘আমায় চোর-চোর বলছে, ওদের পিতৃদে𓆉বের পয়সায় কোনওদিন ১ কাপ চা খেয়েছি?’, চটলেন মমতা