ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার অভিযোগ তুলে তাদের বাড়ি ফিরে আসার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তাঁদের স্থা﷽নীয়ভাবে কাজে নিয়োগ ও ঋণের সুবিধা করে দেওয়ার নির্দেশ দিলেন প্রশাসনিক আধিকারিকদের। মঙ্গলবার মুর্শিদাবাদের সরকারি সভা থেকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তারা যাতে না খেতে পেয়ে মারা না যায়।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘আমি অনেকগুলো শুনেছি, যে আমাদের লဣোকেদের ওপর অত্যাচার হচ্ছে। অনেক অভিযোগ আমরা পাচ্ছি। বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের ওপর অত্য♓াচার হচ্ছে। যারা অত্যাচার করছেন, মনে রাখবেন, আমাদের এখানেও দেড় কোটির ওপর পরিযায়ী শ্রমিক কাজ করে। তারা আমার ভাই বোন। আমরা তাদের ভালোবাসি। তাহলে তোমরা কেন আমার ভাইবোনের গায়ে হাত দেবে?’
মমতার আহ্বান, ‘যারা মার খাচ্ছেন অন্য রাজ্যের লোকেদের হাতে তাদের পরিবারদের বলব, তাদের ফিরিয়ে নিয়ে আসুন। আর জেলাশাসককে বলব, আমাদের এখানে যে নির্মাণকাজ হয় সেই সব কাজে তাদের নিয়োগ করুন। কর্মশ্রী প্রকল্পে নিয়োগ করুন। তারা যাতে না খেতে পেয়ে মারা না যায়। দরকার নেই ভিক্ষে চাওয়ার। নিজের অধিকারে কাজ করুন। আপনারা ফি💦রে এস൲ে পরিযায়ী শ্রমিক লিস্টে নাম লেখান। মুখ্যসচিবকে বলব, তাদের ঋণের ব্যবস্থা করুন। যাতে তারা কিছু করে প্রাণে বেঁচে থাকতে পারে।’