ট্যাব কেলেঙ্কারিতে এবার গ্রেফতার হলেন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রের মালিক। মালদার বৈষ্ণবনগর থেকে সুব্রত বসাক নামে এক গ্রাহক সেবা কেন্দ্রের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ট্যাবের টাকা নয়ছয়ে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তবে ধৃতের দাবি, তদন্তে সুবিধার জন্য তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে মালদার বৈষ্ণবনগরের চক সেহেরদি গ্রাম থেকে সুব্রত বসাক নামে ওই যুবককে গ্রেফতার করেন পুলিশ আধিকারিকরা। ওই এলাকাতেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে তাঁর। পুলিশের দাবি, ধৃত ট্যাব কারচুপিতে যুক্ত। কারণ এই জালিয়াতিতে যুক্ত একাধিক যুবক তাঁর CSP থেকেই টাকা তুলেছেন।ওদিকে ট্যাব কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তৃণমূল নেতার ছেলের। মালদার বৈষ্ণবনগরে ট্যাব কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে তৃণমূল নেতার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত একটি সাইবার ক্যাফে চালাত বলে জানা গিয়েছে। তবে ছেলের সঙ্গে ট্যাব কেলেঙ্কারির কোনও যোগ নেই বলে দাবি করেছেন বাবা।ট্যাব কেলেঙ্কারিতে মালদা জেলা জুড়ে চলছে ধরপাকড়। বিশেষ করে বৈষ্ণবনগর থানা এলাকা থেকে এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন ৬ জন। এদের প্রায় প্রত্যেকেই হয় সাইবার ক্যাফের মালিক অথবা কোনও স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক। বৈষ্ণবনগর থেকে শ্রবণ সরকার নামে সাইবার ক্যাফের মালিক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের বাবা তৃণমূলের কালিয়াচক ৩ নম্বর ব্লকের তফশিলি সেলের সভাপতি বলে জানা গিয়েছে।