সবজি–আনাজের দাম আকাশছোঁয়া হওয়ায় মধ্যবিত্তের পকেটে বেশ চাপ পড়েছে। এই আবহে বাজারে গিয়ে মুখ শুকিয়ে বাড়ি ফিরতে হচ্ছে গৃহস্থদের। এই পরিস্থিতি চলতে থাকলে না খেয়ে থাকতে হবে। এমনটাই মনে করছেন বহু গৃহস্থ। কারণ কাঁচা লঙ্কার কেজি ১৫০ টাকা। আদা ২৫০ এবং রসুন ৩০০। এগুলি রান্নায় লাগে। সেখানে সবজির দামে রীতিমতো ছ্যাঁকা খেতে হচ্ছে সাধারণ মানুষজনকে। এই ঊর্ধ্বমুখী দামের জেরে খুচরো বাজারে শাক–সবজি কিনত🅘ে গিয়ে হাতে ছ্যাঁকা খাচ্ছে আমজনতা। এই অবস্থা থেকে বাংলার মানুষকে রেহাই দিতে এগিয়ে এল রাজ্য সরকার।
বাজারের এমন আগুন দরের পরিস্থিতি জেনে গিয়েছে রাজ্য সরকারও। আর তাই এই অবস্থা থেকে খানিকটা রেহাই দিতে লেকমার্কেট, সল্টলেক, রাজারহাট, নিউটাউন ও আরও কয়েকটি এলাকায় সুফল বাংলার ১১টি ভ্রাম্যমান স্টল চালু করল রাজ্য সরকার। সুতরাং আমজনতা খানিকটা কম দামে সবজি কিনতে পারবেন। এখন সাধারণ মানুষের সুবিধার জন্য রাজ্যজুড়ে সুফল বাংলারꦉ ৪৬৮টি স্টল আছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক পরিജস্থিতি বিচার করে জনতার স্বার্থে এই স্টলগুলি চালু করা হল।
আরও পড়ুন: শপথ নিয়ে চূড়ান্ত নাটক, বিধানসভার সিঁড়িতে ধরনায় বসলেন সায়ন⛦্তিকা–রায়াতরা
সাতসকালেই এই স্টলগুলি এলাকার পশ জায়গায় বসে যাচ্ছে। সেখানে এখন ভাল ভিড় হচ্ছে মানুষের। আবার কয়েকটি জায়গায় দিন বাড়ি♔য়ে দেওয়া হয়েছে। যাতে সাধারণ মানুষের অসুবিধা নয় হয়। কারণ বাজারে তো আগুন দাম। আগে সুফল বাংলা দু’দিন করে বসত। এখন তিনদিন কোথাও চারদিন পর্যন্ত বসছে। হঠাৎ ফসলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় মধ্যবিত্ত মানুষজন চাপে পড়ে গিয়েছে। এখনও কলকাতা–সহ দক্ষিণবঙ্গে বর্ষা আসেনি। বৃষ্টি হওয়ার কথা বারবার আবহাওয়া দফতর বললেও অধরাই থেকে গিয়েছে বর্ষা। তার উপর তীব্র তাপদাহের জেরে ফসলের উৎপাদন কমেছে। তাই চাহিদার তুলꦆনায় জোগান কম থাকায় বাজারে সব সবজির দাম ঊর্ধ্বমুখী।