ফের রেল অবরোধে নামল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। পৃথক রাজ্যের দাবিতে অসম বাংল𒅌া সীমান্তের জোড়াই স্টেশনে শুরু হয়েছে রেল অবরোধ। বিগত দিনে নিউ কোচবিহার স্ট💧েশনে দিনের পর দিন ধরে রেল অবরোধ করেছিল GCPA। ফের সেই টানা অবরোধের সিঁদুরে মেঘ।
এদিকে এই অবরোধের জেরে স্বাভাবিকভাবেই উত্তর পূর্ব ভারতের সঙ্গে রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সব মিলিয়ে যাত্রী ভোগান্তি ক্রমশ বাড়ছে। একাধিক দূরপাল্লার ট্রেনকে বাতিল করা হচ্ছে বলে খবর। একাধিক ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রচুর কর্মী সমর্থক বুধবার সকাল থেকেই জোড়াই স্টেশনের 💖কাছে রেললাইনে বসে পড়েন।
উত্তর পূর্ব ফ্রন্টিয়ার রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ১১ই ডিসেম্বর ২২২২৭নিউ জলপাইগুড়ি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসকে বাতিল করা হচ্ছে। ২২২২৮ গুয়াহাটি নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস বাতিল। বঙ্গ�💟�াইগাঁও নিউ জলপাইগুড়ি ও নিউ জলপাইগুড়ি বঙ্গাইগাঁও এক্সপ্রেস বাতিল করা হয়েছে। কামাখ্যা রাজেন্দ্রনগর এক্সপ্রেসকে ফকিরগ্রাম, গোলকগঞ্জ নিউ কোচবিহার, আলিপুদুয়ার হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ চরমে।
জিসিপিএ নেতা পরিমল বর্মন আগেই ফেসবুক বার্ত🤡ায় জানিয়েছিলেন, আমাদের নেতা বংশীবদন বর্মনের নেতৃত্বে রেল অবরোধ সফল ꧋করার উদ্যোগ আমরা নিয়েছি।