সন্দেশখালিতে ইডির FIRএ𝄹র ভিত্তিতে দায়ের মামলায় গ্রেফতার হল আরও ২ জন। শনিবার রাতে তাদের গ্রেফতার করে ন্যাজাট থানার পুলিশ। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৪।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা আলি হোসেন ঘরামি ও সঞ্জয় মণ্ডল। 💛আলি হোসেনকে মিনাখাঁ থানার খড়িবেড়িয়া ও সঞ্জয় মণ্ডলকে ন্যাজাট থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপর হামলার ৮ দিনের মাথায় মেহেবুর মোল্লা ও সুকমল সরদার নামে ২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এই নিয়ে♏ ঘটনায় গ্রেফতারির সংখ্যা হল ৪। তবে মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখনও পলাতক।
গত ৫ জানুয়ারি, শুক্রবার সকালে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যান ইডির আধিকারিকরা। অনেক ডাকাডাকিতেও কেউ সাড়া না দেওয়ায় বাড়ির তালা ভাঙার চেষ্টা শুরু করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তখনই বিভিন্ন জায়গা থেকে কয়েক শ’ নারী - পুরুষ দুষ্কৃতী কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও ইডি আধিকারিকদের ওপর হামলা চালায়। হামলায় একাধিক ইডি আধিকারিকের মাথা ফাটে। এর পর গাড়িতে করে এলাকা ছাড়ার চেষ্টা করেন ইডি আধিকারিকরা। অভিযোগ গাড়ি থাꦡমিয়ে ফের মারধর করা হয় তাঁদের। ভাঙচুর করা হয় গাড়ি। প্রাণ বাঁচাতে অটো রিকশয় করে এলাকা ছাড়েন তাঁরা। এর পর এলাকার বিভিন্ন রাস্তায়💯 গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু হয়।
ঘটনায় পালটা ইডি আধিকারিকদের বিরুদ্ধেই বাড়িতে অনুপ্রবেশ, চুরি ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন শা𒆙হজাহান শেখের বাড়ির কেয়ার টেকার বলে দাবি করা এক ব্যক্তি। এর পর অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু🐻 করে ED।