বাঘেদের সংখ্যা জানতে এবার বড় পদক্ষে🌠প করল সুন্দরবন টাইগার রিজার্ভ। সুন্দরবনে বাঘেদের নিখুঁত সংখ্যা পেতে এবার ৪৫ দিন ধরে চলবে ক্যামেরা ট্র্যাপিংয়ের কাজ। এই জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার–সহ বাঘেদের ছবি তুলতে বসানো হবে ১৪৪৪টি ট্র্যাপ ক্যামেরা। সুন্দরবনের এই জঙ্গল ৪১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। আর এখানেই থাকে দক্ষিণরায়রা। কিন্তু কতজন থাকে? এই সংখ্যাটাই জানতে এবার সারাক্ষণ তাদের গতিবিধি ক্যামেরাবন্দি করা হবে। এই ক্যামেরার মাধ্যমে জানা যাবে কোন এলাকায় বেশি ঘুরছে বাঘেরা। সব কিছু রেকর্ড করা হবে।
কেন এমন উদ্যোগ নেওয়া হচ্ছে? আগামী স♔প্তাহ থেকে শুরু হচ্ছে সুন্দরবনে বাঘ গণনার প্রক্রিয়া। আর তাই ক্যামেরা লাগানো হচ্ছে। এই জঙ্গলে বাঘ থাকে তা জানে বন দফতর থেকে সাধারণ মানুষ। কিন্তু সেই সংখ্যাটা কত? সেটা নিখুঁতভাবে কারও কাছে নেই। একটা আনুমানিক তথ্য ও পরিসংখ্যান আছে ঠিকই, কিন্তু সেটা যথেষ্ট🌞 নয়। আর তাই আগামী ১ ডিসেম্বর থেকে এই কাজ করার জন্য সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল পর্যটকদের জন্য শুক্রবার করে বন্ধ থাকবে। তবে কাজটি হয়ে গেলে আর এই নিয়ম মানা হবে না।
আরও পড়ুন: আবার পথে নামছেন জুনিয়র ডাক্তাররা, ‘বিচারহীন ১০০ দিন’ স্লোগান তুলে আন্দোলন
কেন এতদিন ক্যামেরা লাগানো থাকবে? সুন্দরবন টাইগার রিজার্ভ সূত্রে খবর, জঙ্গলের বড় অংশে ক্যামেরা লাগানো হবে। যাতে অধিক সংখ্যক বাঘের ছবি ধরা পড়ে। আর তা গণনার ক্ষেত্রে কাজে আসে। তাই টানা ৪৫ দিন জঙ্গলে ক্যামেরা লাগানো থাকবে। যাতে কোনও ফুটেজ মিস না হয়। বাঘরা যে সবসময় ওই জঙ্গলে আসবে এমনটা নাও হতে পারে। কোনও বাঘ ক্যামেরা লাগানো জায়গায় ৩০ দিন এল না। তার পরে সেখানে এল। সেক্ষেত্রে তখন তার ছবি ধরা পড়ে যাবে। তবে টানা ৪৫ দিন ক্যামেরা লাগানো জায়গায় আসবে না দক্ষিণরায় এটা হয় না। আর এই ক্যামেরা চালুর পর থেকে ব্যাট༒ারির আয়ু থাকে ৪৫ দিন পর্যন্ত। তাই সেটা কাজে লাগাতে চান বন দফতরের অফিসাররা। যাতে সবটা সামনে আসে।