মাদক কারবার নিয়ে উত্তেজনার পরদিন উত্তর ২৪ পরগনার আমডাঙা থানার আইসি অঞ্জন দত্তের অপসারণের দাবিতে স𝔍রব হলেন খোদ তৃণমূল বিধায়ক রফিকুল রহমান। সোমবার রাতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, আইসির মদতেই এলাকায় মাদক কারবারের বাড়বাড়ন্ত হয়েছে। এই নিয়ে পুলিশকে তিনি আগেই অভিযোগ জানিয়েছেন বলে দাবি করেন রফিকুর।
রফিকুর রহমানকে বলতে শোনা যায়, ‘এই পরিস্থিতির সৃষ্টি করেছে আমডাঙার আইসি অঞ্জন দত্ত। যে গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে পিস্তলের বাঁট দিয়ে মারধর করার অভিযোগ, তার কাকাকে তিন – চার দিন আগে আইসি ধরে। ধরে রাত্তির ১২টার সময় রফা করে ছেড়ে দেয়। আমি তো সেদিন অতিরিক্ত পুলিশ সুপারকে মেসেজ করেছিলাম, গাঁজা ব্যবসায়ীকে সন্ধꦡেবেলা ধরে মধ্যরাত্রে ছেড়ে দেয় আপনার পুলিশ। এক্ষুনি আইসি অঞ্জন দ꧃ত্তের অপসারণ চাই।’
বাড়ছে দার্জিলিং মেলের যাত্রাপথ, স্বাধীনতা দিবস থেকে নতুন গন্তব্যে ছুটবে ট্রেন
মাদক কারবারিদের বাড়বাড়ন্ত নিয়ে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে আমডাঙার দরিয়াপুর বাজার। দরিয়াপুর বাজারের হাটমালিকের ছেলে মাদক ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত বলে দাবি করে তাঁকে মারধর করতে শুরু করেন ব্যবসায়ীরা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে হামলা হয় পুলিশকর্মীদের ওপরেও। স্থানীয়দের অভিযোগ, দিন কয়েক আগে দরিয়াপুর বাজারের এক ব্যবসায়ী মাদক কারবারারে প্রতিবাদ করেছিলেন। সেজন্য তাঁকে বাড়ি গিয়ে রিভলভারের বাট দিয়ে মারধর করে এক মাদক কারবারি। সেই ঘটনা নিয়েই সোমবা𓃲র সকালে উত্তেজনা ছড়ায় দরিয়াপুরে।
পার্থের পায়ে–কোমরে সমস্যা দেখা দিয়েছে, অর্থোপেডিক চিকিৎসক দেখানোর সম্ভাবনা
রফিকুর রহমানের অভিযোগ নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘তৃণমূলের অন্দরে ভাগ বাটোয়ারা নিয়ে কোনও সমস্যা হয়েছে বলে উনি এসব বলছেন। রা♈জনৈতিক মদত ছাড়া মাদক কারবার সম্ভব নয়। আর এর বখরা বিধায়কের কাছেও পৌঁছয়।’