কৃষ্ণনগরে তরুণীর রহস্যমৃত্যুর ঘটনায় অভিযুক্ত রাহুল বসুকে ফের হেফাজতে নিল পুলিশ। বৃহস্পতিবার আদালতে পেশ করে তাঁকে ফের ৫ দিনের জন্য হেফজতে নিয়েছেন তদন্তকারীরা। ওদিকে সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। রাহুলের গতিবিধি ও ঘটনার দিন তরুণীর সঙ্গে তাঁর বন্ধুদের কী কথা হয়েছিল তা নিয়ে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।তদন্তকারীরা জানতে পেরেছেন, অভিযুক্ত রাহুলের সঙ্গে একাধিক তরুণীর ঘনিষ্ঠতা ছিল। তার মধ্যে একজন ছিলেন নিহত তরুণী। রাহুল হোটেলে কাজ করতে বেঙ্গালুরু যাওয়ার ১৫ দিন পর বাড়িতে কিছু না জানিয়ে সেখানে চলে গিয়েছিল তরুণীও। পরে তাঁকে বুঝিয়ে ফেরত আনে পরিবারের সদস্যরা। এর পর সোশ্যাল মিডিয়ায় রাহুলকে নিজের স্বামী বলে পরিচয় দিল সদস্য ১৮ পার করা ওই তরুণী।তদন্তকারীরা জানতে পেরেছেন, তরুণী বাড়ি ফিরে আসার পর সোনারপুরের আরেক যুবতীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে রাহুলের। এমনকী রাহুল তাঁকে সিঁদুরও পরিয়ে দেয়। এর মধ্যে পুজোর ছুটিতে বাড়িতে এসে আরেক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতা হয় তাঁর। ঘটনার দিন সেই তরুণীকে নিয়ে রানাঘাটে সিনেমা দেখতে গিয়েছিলেন রাহুল।তদন্তকারীরা জানাচ্ছেন, ঘটনার দিন তরুণী যে আত্মঘাতী হতে চলেছেন তা আগেই ফোন করে জানিয়েছিলেন এক বন্ধুকে। রাহুলকে ফোনে না পেয়ে ওই বন্ধুকে ২১ বার ফোন করেছিলেন তরুণী। বিকেল ৪টে নাগাদ ফোন করে বন্ধুকে তিনি জানান কোরোসিন কিনেছেন তিনি। সেকথা রাহুলকে ফোন করে জানান বন্ধু। এমনকী তিনি রাহুলের সঙ্গে একবার কথা বলতে চান বলেও জানান। কিন্তু রাহুল তরুণীর ফোন ধরেননি। যদিও রাহুলের মা জানিয়েছেন, ছেলে বিবাহিত নয়। তদন্তকারীরা জানতে পেরেছেন ঘটনার দিন রাত ১০টা ১২ মিনিটে এক বন্ধুর ফোনে তরুণীর সঙ্গে রাহুলের শেষবার কথা হয়। তখন রাহুল তরুণীকে সম্পর্ক শেষ করতে বলেন। পরদিন সকালে পাওয়া যায় তরুণীর দগ্ধ দেহ।