ꦅ ছাত্রীদের রাতে তাঁর সঙ্গে থাকার কুপ্রস্তাব দিতেন অধ্যাপক। এবার এই কুপ্রস্তাব দেওয়া অধ্যাপকের ঘরে তালা ঝুলিয়ে দিলেন পড়ুয়ারা। তারপর বিক্ষোভ দেখালেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এই ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। কারণ আরবি বিভাগের অভিযুক্ত অতিথি অধ্যাপককে তাঁর ঘর থেকে বের করে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁকে অপসারণ করার দাবি তুলে শুরু হয় বিক্ষোভ। সোমবার এই ঘটনা ঘটলেও মঙ্গলবারও তার রেশ রয়েছে। ফলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি খারাপ হচ্ছে।
এদিকে আরবি বিভাগের অতিথি অধ্যাপক আবদুল্লা মোল্লা। বিশ্বভারতীর ভাষা ভবনে পড়ানোর সুযোগ নিয়ে ছাত্রীদের কুপ্রস্তাব দিয়ে যাচ্ছেন তিনি বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এই কুপ্রস্তাব আবদুল্লা বহুদিন ধরেই দিয়ে আসছেন। পরীক্ষায় পাস করিয়ে দেওয়া থে൩কে শুরু করে বাড়তি নম্বর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীদের ‘রাত্রিযাপন’ করার কুপ্রস্তাব তিনি হোয়াটসঅ্যাপ করতেন বলে অভিযোগ। গত ২৮ মার্চ এইসব অভিযোগ বিশ্বভারতীর ইন্টারনাল কমপ্লেন্ট কমিটিতে লিখিত আকারে দায়ের করেন তিনজন ছাত্রী। তাতেই মুখোশ খুলে যায় অধ্যাপক আবদুল্লার। এমনকী শান্তিনিকেতন থানাতেও লিখিত অভিযোগ দায়ের করেন তিনজন ছাত্রী। তাতে প্রকাশ্যে আসে আবদুল্লার কাহিনী। কিন্তু এখনও পর্যন্ত বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং পুলিশ কোনও পদক্ষেপ করেনি। তাই বিক্ষোভ দেখান পড়ুয়ারা।
আরও পড়ুন: ‘অসীম সরকার ক্লাস ফোর পাশ’, বলছেন বিজেপির💖ই নেতা, রামকৃষ্ণের সঙ্গে তুলনা করলেন প্রার্থী নিজেই