আবার শহরে একাকী বৃদ্ধার রহস্যমৃত্যু ঘটনা ঘটল। ঘর থেকে ভেসে আসা পচা গন্ধই বাতলে দিল কিছু একটা ঘটেছে। প্রতিবেশীরা পুলিশে খবর দেন। আর পুলিশ এসে বাড়ির দরজা খুলে দেখেন পড়ে রয়েছে বৃদ্ধার পচাগলা মৃতদেহ। কোনও ঝুঁকি না নিয়ে তাই তদন্তের কাজ শুরু করে পুলিশ। এই বৃদ্ধার বাড়ি সিঁথির পেয়ারা বাগান এলাকায়। বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় শেষ তাঁকে দেখা গিয়েছিল। তবে বাড়ির মধ্যেই। তারপর থেকে আর সেভাবে দেখা যায়নি। মনে করা হচ্ছিল করোনাভাইরাস পরিস্থিতিতে তিনি আর বেরোচ্ছেন না। তাঁর আত্মীয়–স্বজন অন্য জায়গায় থাকেন। তিনি এখানে একাই থাকতেন। পরিচারিকা ছিল। সে নিয়মিত আসত। কাজ করত। পুলিশ সূত্রে খবর, মৃত ওই বৃদ্ধা কৃষ্ণা মালিক(৭০)। তিনি সিঁথির পেয়ারা বাগানের বাসিন্দা। পরিচারিকা ছাড়া সেভাবে আর কেউই আসত না। সোমবার থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। ওই বাড়ি থেকেই দুর্গন্ধ আসছে বলে প্রতিবেশীরা নিশ্চিত হতেই থানায় খবর দেন। তখন দেহটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। দেহে পচন ধরেছিল। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।জানা গিয়েছে, পুলিশ প্রথমে ডাকাডাকি করে। কিন্তু কোনও সাড়া না পেয়ে দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢোকেন পুলিশকর্মীরা। দেখেন বাড়ির ভিতরেই পড়ে রয়েছে বৃদ্ধার দেহ। তবে দেহে কোনও আঘাত নজরে আসেনি পুলিশের। বার্ধক্যজনিত অসুস্থতাতেই তিনি মারা গিয়েছেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পরই বিষয়টি পরিষ্কার হবে। সবদিক খতিয়ে দেখছে পুলিশ।