শীতঘুমের মধ্যেই ঘটল বিপত্তি। শীতঘুম দিচ্ছিল অজগর সাপ। হঠাৎ দেখা গেল, ওই অজগর সাপের মাথার সামনের অংশ ফুলে উঠেছে। আর ক্রমশই সেই ফোলাভাব বেড়ে চলেছে। পরিস্থিতি যে জটিল তা বুঝতে অসুবিধা হয়নি🦄। তাই তখনই শীত ঘুম ভাঙিয়ে অজগর সাপকে নিয়ে যাওয়া হয় হা🦩সপাতালে। চিকিৎসকরা সাপটিকে পরীক্ষা করে দেখেন, মাথার কাছে বেশ বড় ধরনের টিউমার হয়েছে। অজগরের ওই টিউমার তড়িঘড়ি অস্ত্রোপচার না করতে পারলে বিপদ হতে পারে। তাই অস্ত্রোপচার করা হয়। তার পর সুস্থ হয়ে অজগর সাপ আলিপুর চিড়িয়াখানায় নিজের আস্তানায় ফিরে এসেছে।
এদিকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মা♕স পর্যন্ত সাপেরা শীতঘুমে থাকে। এই তিন মাস সাপেরা খাওয়া–দাওয়া করে না। শুধুই ঘুম দেয়। এই শীতঘুম দেওয়ার সময় তাদের শরীরে কোনও সমস্যা হলে সেটা ক্ষতিকর আকার নেয়। এই শীতঘুমে থাকা অবস্থাতেই ১৩ ফুট লম্বা বার্মিস পাইথনের মাথা ফুলে ওঠায় তা অনেকের নজরে আসে। আর এটা দেখেই আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রাণী চিকিৎসককে খবর দেন। প্রাণী চিকিৎসক তা দেখে বুঝতে পারে পরিস্থিতি জটিল। তখন তাঁর পরামর্শ নিয়ে অজগর সাপের শীত ঘুম ভাঙিয়ে নিয়ে যাওয়া হয় আলিপুর পশু হাসপাতালে। সেখানে অজগর সাপের ইউএসজি, এক্স–রে করা হয়। তাতেই সব স্পষ্ট হয়ে যায়।
আরও পড়ুন: পথ দুর্ঘটনায় মৃত্যু পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এক অফিসার–সহ দু’জন, আতঙ্ক তুঙ্গে
অন্যদিকে ওই রিপোর্টে ধরা পড়ে বড় টিউমার রয়েছে মাথা ও ঘাড়ের মাঝখানে। তাই অপারেশন না করলে প্রাণসংশয় হতে পারত অজগর সাপের। ফলে জরুরি পরিস্থিতিতে অস্ত্রোপচার করতে হয়। আলিপুর পশু হাসপাতাল সূত্রে খবর, মানুষের মতো অন্যান্য প্রাণীদেরও অস্ত্রোপচারের আগে অ্যানাস্থেশিয়া দিয়ে অজ্ঞান করা হয়। তবে পরে জ্ঞান ফিরবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যায়। যদিও গ্যাস অ্যানাস্থেশিয়ায় এখন অনেক ঝুঁকি কম। 🌳তবে সাপের ক্ষেত্রে সবেতেই ঝুঁকি থেকে যায়। এক্ষেত্রেও ছিল। তবে শেষে এই অপারেশন সফল হয়েছে। অজগর সাপের শরীর থেকে টিউমার বাদ দেওয়া সম্ভব হয়েছে।
এছাড়া টিউমারের অবস্থান বিপজ্জনক জায়গায় ছিল। তবে সফলভাবে চিকিৎসকরা দক্ষতার সঙ্গে অজগর সাপের টিউমার কেটে বাদ দেন। রাজ্য জু অথরিটির মেম্বার সেক্রেটারি সৌরভ চৌধুরি বলেন, ‘অপারেশন করার পরে সাপটি বেশ কিছ♒ুদিন হাসপাতালে পর্যবেক্ষণে ছিল। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর খাঁচায় ফিরিয়ে আনা হয়েছে অজগর সাপটিকে। সাপের স্বাস্থ্যের উপর নজর রাখা হচ্ছে।’ তবে অজগর সাপটি এখন বিশ্রামে আছে।𝔍 শীতঘুম আবার আসবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। এখন দেখার কখন ফনা তোলে অজগর।