ফের আইনি জটিলতায় আটকে যেতে পারে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত ইন্টারভিউ তালিকাকে চ্যালেঞ্জ জানিয়ে এবার মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে। মামলাকারী গার্গী মুদির দাবি, ইন্টারভিউর এই তালিকা বাতিল করে নতুন করে প্রক্রিয়া শুরু করতে হবে। সূত্রের খবর, আগামী সপ্তাহেই এই মামলাগুলির শুনানি হতে পারে আদালতে।উল্লেখ্য, তালিকা প্রকাশের পরই অস্বচ্ছতার অভিযোগ ওঠে। এর জেরে বিক্ষোভ প্রদর্শন কারেন চাকরিপ্রার্থীদের। তাঁদের অভিযোগ, ইন্টারভিউয়ের তালিকায় নাম ওঠার কাট-অফ বা ন্যূনতম যোগ্যতার বেশি যোগ্যতা থাকলেও তালিকায় নাম নেই অনেক প্রার্থীর। চাকরিপ্রার্থীদের আরও বক্তব্য, তালিকায় থাকা নামের পাশে মোট প্রাপ্ত নম্বর নেই। যা নিয়ে শুরু হয়েছে জলঘোলা। এর আগে কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে ১০ মে-এর মধ্যে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করতে হবে। তবে সেই নির্দেশ মতো মেধা তালিকা প্রকাশ করা হয়নি।এর আগে মেধা-তালিকা নিয়ে অভিযোগের জেরে একাধিক আন্দোলন, মামলা হয়। এর জেরে দীর্ঘ সময়ের জন্যে বিলম্বিত হয় উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশিত তারিখ থেকে একমাস পরে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হলেও এবার সেই তালিকা নিয়ে উঠেছে অস্বচ্ছতার অভিযোগ।এদিকে সূত্রের খবর, অফলাইনেই উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ নিয়ে চাইছে শিক্ষা দফতর। লকডাউন পুরোপুরি উঠে গেলে যখন গণপরিবহন স্বাভাবিক হবে, তখন ইন্টারভিউ নেওয়ার কথা ভাবা হচ্ছে।