সারদার নথি 💦চুরি হয়েছে বলে কাঁথি থানায় অভিযোগ দায়ের হয়েছিল। এই প্রেক্ষিতে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছিল। যদিও আজ, বুধবার সেই আবেদন খ🐻ারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এমনকী এই মামলার তদন্ত করবে রাজ্যের পুলিশই বলে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।
বিষয়টি ঠিক কী 💧ঘটেছে? বহুদিন ধরেই আদালতের নির্দেশে সারদা কাণ্ডের তদন্ত করে চলেছে সিবিআই। তার মধ্যেই অভিযোগ দায়ের হয় সারদার নথি চুরির। কাঁথি থানায় সারদার নথি চুরি নিয়ে যে মামলা দায়ের হয়েছিল সেটাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (সিবিআই) হাতে তুলে দেওয়ার আর্জি জানানো হয়েছিল। সিবিআই তদন্তের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে জ🔯নস্বার্থ মামলা করেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। যা আজ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।
ঠিক কী বক্তব্য ছিল মামলাকারীর? এই নথি চুরি নিয়ে মামলাকারীর বক্তব্য ছিল, একই মামলায় দুটি পৃথক তদন্ত হতে পারে না꧅। তাই সারদা নিয়ে কাঁথি থানায় যে মামলা দায়ের হয়েছে সেটাও সিবিআইয়ের উপরই ন্যস্ত হোক। মামলাকারীর আইনজীবী পর্যন্ত আদালতকে জানান, সারদা কাণ্ডের সমস্ত মামলা পুলিশের থেকে নিয়ে সিবিআইকে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাই সারদা মামলার তদন✱্ত করছে সিবিআই। তাই রাজ্য পুলিশ এটার তদন্ত করত♚ে পারে না।