এবার বড় পরিবর্তন আসছে মেট্রো রেলে। কলকাতা মেট্রোর নানা রুট ইতিমধ্যেই চালু হয়েছে। তার মধ্যে কবি সুভাষ–দক্ষিণেশ্বর রুটের মেট্রোতে পরিবর্তন আসছে। যাত্রীদের কথা ভেবেই এই বদল আসতে চ🐭লেছে। মেট্রোর একটি সূত্রে খবর, আগামী সপ্তাহ থেকে দমদমের বদলে নোয়াপাড়া স্টেশনে যাত্রা শেষ করবে বেশিরভাগ মেট্রো। তাই নোয়াপাড়া স্টেশনের উপর চাপ বাড়বে। এখন প্রত্যেক সপ্তাহের কাজের দিনগুলিতে কবি সুভাষ–দক্ষিণেশ্বর মেট্রো করিডরে সারাদিনে ২৯০টি ট্রেন মেলে। তার মধ্যে দমদম মেট্রো স্টেশনে যাত্রা শেষ করে ১৫৮টি। বাকি ১৩২টি পরিষেবা চলে প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বর পর্যন্ত।
কিন্তু তাতে যাত্রীদের সমস্যা হচ্ছিল বলে খবর। এই সমস্যা নিয়ে মেট্রো রেলের কাছে বহু যাত্রী অভিযোগ জানিয়েছিলেন। তারপর মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি একটি নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী, এবার থেকে সারাদিনে ১৫৮টি মেট্রো চলবে নোয়াপাড়া পর্যন্ত। কর্মব্যস্ত দিনে দক্ষিণেশ্বর থেকে ভিড়ে ঠাসা মেট্রো যখন দমদম স্টেশনে ঢোকে তখন বহু যাত্রী ওই চাপের জেরে উঠতেই পারেন না। ওই তুমুল ভিড় এড়াতেই দক্ষিণেশ্বর স্টেশন থেকে আসা মেট্রো ছেড়ে দেন বহু যাত্রী। আর কিছুক্ষণ অপেক্ষা করে দমদম স্টেশন থেকে কবি সুভাষের উদ্দেশ্যে ছাড়ে যে মেট্রো তাতে উঠতেন🐬। এবার সেই রেকগুলি নোয়াপাড়ায় আসবে এবং যাত্রী তুলে নিয়েই।
আরও পড়ুন: উপনির্বাচনের ফলাফলের পরই দলীয় নেতাদের মুখোমুখি মমতা, কালীঘাটে ডাকলেন বৈঠক
কেন এমনটা করা হচ্ছে? একদিকে যাত্রীদের ভিড় ঠেলতে হবে না। অপরদিকে নোয়াপাড়া জংশন স্টেশন। তাই সেখান পর্যন্ত বেশিরভাগ ট্রেন চললে অপেক্ষার অবান হবে। তাছাড়া নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত পৃথক লাইন রয়েছে। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত মেট্রোপথ তৈরি হয়ে পড়ে আছে। সম্প্রতি কমিশনার অফ রেলওয়ে সেফটি ওই রুট পরিদর্শন করেন। কারণ নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট মেট্রোপথ চালু কর🌼তে এই বদল করা হচ্ছে। এই বদল করার জন্য পরিকাঠামো ও কারিগরি ক্ষেত্রে কাজ করা হবে।