কলকাতা শহরের রাস্তায় নজরদারি করতে ‘নির্ভয়া’ প্রকল্পে লাগানো হয়েছিল সিসি ক্যামেরা। এবার এগুলির রক্ষণাবেক্ষণ এবং আদৌ সেগুলি কাজ করছে কিনা সেটা সমস্ত লোকাল থানার ওসিদের খতিয়ে দেখতে নির্দেশ দিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। যদিও এনসিআরবি রিপোর্ট বলছে, কলকাতাও সবচেয়ে নিরাপদ শহর।🔯 তবুও আত্মতুষ্টির কোনও জায়গা রাখতে চাইছেন না নগরপাল। আর তাই এমন নির্দেশ দিয়েছেন বলে খবর।
কেন এমন নির্দেশ দেওয়া হল? পুলিশ সূত্রে খবর, আলিপুর বডিগার্ড লাইন্সে মাসিক অপরাধ দমন বৈঠক হয়। সেখানে পুলিশ কমিশনার🌱 বিনীত গোয়েল এই নির্দেশ দিয়েছেন। এমনকী অপরাধ কমাতে কলকাতা পুলিশের দক্ষিণ–পশ্চিম শাখাকেও বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি। একদিকে শহরে♌ কোনও অপরাধ যেন না ঘটে। আবার দ্রুত কিনারা যাতে করা যায় অপরাধের। অন্যদিকে পথ দুর্ঘটনা কমাতেও এমন নির্দেশ দেওয়া হয়েছে।
আর কী জানা যাচ্ছে? আলিপুর বডিগার্ড লাইন্সে কলকাতা পুলিশের কমিশনার অপরাধ দমন বৈঠকে উপস্থিত ছিলেন সব লো🎐কাল থানার ওসি এবং ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররা। সেখানেই পথ নিরাপত্তা এবং সিসি ক্যামেরায় নজরদারি আরও জোরদার করার নির্দেশ দেন বিনীত গোয়েল। ওই বৈঠকেই তিনি ‘নির্ভয়া’ প্রকল্পে লাগানো ক্যামেরাগুলি খতিয়ে দেখতে জোর দেন। ওই প্রকল্পে কলকাতা শহরে হাজার ক্য𓆉ামেরা বসেছে। আরও দু’হাজার ক্যামেরা বসবে বলে সূত্রের খবর।